Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh Congress

মধ্যপ্রদেশে ভোটের আগেই ধাক্কা, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ বিধায়কের

শনিবারই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন সোনিয়া গান্ধী।

Congress MLA joins BJP ahead of polls in Madhya Pradesh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 8, 2023 7:19 pm
  • Updated:October 8, 2023 7:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ধাক্কা খেল কংগ্রেস (Congress)। রবিবার বিজেপিতে (BJP) যোগ দিলেন হাত শিবিরের বিধায়ক শচীন বিড়লা। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। প্রসঙ্গত, শনিবারই দলের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী সোনিয়া গান্ধী। তার ঠিক পরের দিনই গেরুয়া শিবিরে যোগ দিলেন কং বিধায়ক। প্রসঙ্গত, অনগ্রসর শ্রেণির ভোটেই ২০১৮ সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন শচীন।

কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রদেশের নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এহেন পরিস্থিতিতে শনিবার মধ্যপ্রদেশের ভোট প্রস্তুতি ও প্রার্থীতালিকা চূড়ান্ত করতে কমল নাথ, রণদীপ সুরজেওয়ালাদের সঙ্গে বৈঠক করলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi), মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী (Rahul Gandhi)। দলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সব পক্ষের জোট বেধে লড়াইয়ের নির্দেশ দেন সোনিয়া। সূত্রের খবর, গত বিধানসভা থেকে শিক্ষা নিয়েই এবার প্রার্থী বাছাইয়ের কাজ করছে হাইকমান্ড। 

Advertisement

[আরও পড়ুন: মাত্র আট মাসে নাগরিকত্ব পেয়েছেন ১৭৩৯ জন , CAA নিয়ে রিপোর্ট কেন্দ্রের]

এই বৈঠকের পরের দিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বিধায়ক। যদিও ২০২১ সালেই তিনি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। তবে সরকারিভাবে বিজেপির সদস্যপদ নেননি। ছাড়েননি বিধায়ক পদও। শচীনকে দল থেকে বহিষ্কার করেনি কংগ্রেসও। নির্বাচনের ঠিক আগেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন শচীন।

অন্যদিকে, ২০১৮ সালের মতো অপারেশন লোটাসের পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য কোমর বেঁধে নামতে চলেছে কংগ্রেস। কমল নাথকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ এবারও লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে দল। শনিবার গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে এআইসিসি সূত্রে খবর। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই তালিকা ঘোষণা করা পরিকল্পনা নিয়েছে হাত শিবির।

[আরও পড়ুন: দিল্লি দাঙ্গা নিয়ে রায় দিয়ে কেন্দ্রের রোষে! ‘জানি না আমার কী দোষ ছিল’, বলছেন বিচারপতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement