Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে পিডিপি-র হাত ধরছে কংগ্রেস! জল্পনা উসকে গোপন বৈঠক

বিজেপিকে বেকায়দায় ফেলতে নয়া পন্থা!

Congress may join PDP to form govt in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2018 5:20 pm
  • Updated:July 2, 2018 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়ে গতমাসেই পিডিপি-র সঙ্গে জোট ভেঙেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে রাজ্যে জারি করেছে রাজ্যপাল শাসন৷ এমত পরিস্থিতিতে উপত্যকায় রাজনৈতিক রণকৌশল প্রস্তুত করতে ময়দানে নামল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ পিডিপি-র সঙ্গে জোট করে জম্মু-কাশ্মীরে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করবে কংগ্রেস, নাকি হাত ধরবে ন্যাশনাল কনফারেন্সের, নাকি একলা চলবে দল, এই সমস্ত বিষয়ে আলোচনার জন্যই সোমবার বৈঠকে বসছেন কংগ্রেস নেতারা৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে হতে চলেছে এই বৈঠক৷ উপস্থিত থাকার কথা রয়েছে, শীর্ষ কংগ্রেস নেতা করণ সিং, পি চিদাম্বরম, গুলাম নবি আজাদ ও অম্বিকা সোনির৷

[যাত্রাপথ রঙিন করতে বাসেই হাজির পর্নস্টাররা, হইচই কেরলে]

Advertisement

৮৭ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় পিডিপি-র ঝুলিতে রয়েছে ২৮টি আসন, বিজেপি-র ২৫ ও কংগ্রেসে-র ১২৷ গত মাসে পিডিপি-র উপর থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ে জোট সরকার৷ ফলে, মুখ্যমন্ত্রীর পদ থেকে বাধ্য হয়েই পদত্যাগ করতে হয় মেহবুবা মুফতিকে৷ এরপরেই একটা জল্পনা তৈরি হয়েছিল যে, কংগ্রেস ও অন্যান্যদের সঙ্গে জোট গড়তে পারে পিডিপি৷ কিন্তু তখনই সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ পিডিপি-কে খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, সেখানে রাজনৈতিক জমি হারিয়েছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি৷ ফলে তৈরি হওয়া এই জোট জল্পনা ভ্রান্ত৷

[হোয়াটস্যাপে ঘুরছে ছেলেধরার গুজব, চেন্নাইয়ে দুই ব্যক্তিকে বেধড়ক মারধর জনতার]

কিন্তু গত শুক্রবার থেকে আবারও প্রবল হয়েছে কংগ্রেস-পিডিপি জোটের জল্পনা৷ কারণ, ওই দিন রাজধানীতে এসে কয়েকটি গোপন বৈঠক করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি৷ সূত্রের খবর, কংগ্রেস, সিপিআইএম ও নির্দলদের সঙ্গে জোট করে পুনরায় উপত্যকার মসনদে ফেরার জন্য তোড়জোড় শুরু করেছেন তিনি৷ আর এরপরেই সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে কংগ্রেস শীর্ষ নেতাদের বৈঠক ঘিরে দানা বাঁধছে জল্পনা৷ পাশাপাশি, আগামী দিনে শ্রীনগরে দু’দিন ব্যাপী একটি আলোচনার সভা করতে চলেছে কংগ্রেস৷ সেখানে আমন্ত্রণ জানান হয়েছে জম্মু, লাদাখ ও কাশ্মীরের সমস্ত কংগ্রেস নেতাদের৷ রাজনৈতিক মহলের ধারনা, সেই আলোচনা সভার আগে সোমবারের গোপন বৈঠকে জম্মু-কাশ্মীর ইস্যুতে পার্টি লাইন ঠিক করে নিতে চায় কংগ্রেস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement