Advertisement
Advertisement
Mallikarjun Kharge on Amit Shah

তৃণমূলের একদিন পর কংগ্রেস, শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস খাড়গের

শাহের বিরুদ্ধে রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস সভাপতি।

Congress Mallikarjun Kharge moves privilege motion against Amit Shah, day after TMC
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2024 1:19 pm
  • Updated:December 19, 2024 2:56 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: তৃণমূলের ডেরেক ও ব্রায়েনের পর কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আম্বেদকর মন্তব্যের জেরে এবার অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনল কংগ্রেস। শাহের বিরুদ্ধে রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস সভাপতি।

সংসদে আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেশ ভালোমতো চাপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।” সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, “১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।”

Advertisement

শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের দাবি, শাহ যেভাবে ওই কথাগুলি বলেছেন, তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। বুধবার দিনভর নানাভাবে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী শিবির। বুধবারই শাহের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সেজন্য তৃণমূলকে ধন্যবাদও জানান বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর। তিনি বলেন, ভালো লাগছে ডেরেক এই লড়াইয়ের সঙ্গী হয়েছেন এটা জেনে।

এর পরই তৃণমূলের পথ ধরে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন খাড়গে। তাঁর বক্তব্য, এই সদনে দাঁড়িয়ে কোনওরকম দুর্ব্যবহার, অবমাননাকর মন্তব্য, বা এমন আচরণ যাতে এই সদনের সঙ্গে যুক্ত কারও অসম্মান হয়, সবগুলিই স্বাধিকার ভঙ্গের শামিল। তাই শাহকে শাস্তি দেওয়া উচিত। এবার কংগ্রেস এবং তৃণমূলের দেওয়া এই নোটিস রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করবেন কিনা, সেটা অবশ্য তাঁর সিদ্ধান্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement