Advertisement
Advertisement

উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শিলা দীক্ষিত

বৃহস্পতিবার আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের তরফে শিলা দীক্ষিতের নাম ঘোষণা করা হয়৷

Congress likely to name Sheila Dikshit as its CM candidate for UP today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 6:35 pm
  • Updated:June 27, 2019 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে কে লড়বেন তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল৷ প্রচারের মুখ হিসাবে নাকি প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যাবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে৷ তেমন খবরও প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে৷ কিন্তু এবার বোধহয় প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে রাজনৈতিক লড়াইয়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত৷ কংগ্রেসের তরফে আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে শিলা দীক্ষিতকেই মুখ্যমন্ত্রী পদে ভাবছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ সেই নিরিখে গত মাসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকও করেছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেত্রী৷ বৃহস্পতিবার আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের তরফে শিলা দীক্ষিতের নাম ঘোষণা করা হয়৷

প্রসঙ্গত শিলা দীক্ষিত উত্তরপ্রদেশের কংগ্রেস নেত্রী উমা শঙ্কর দীক্ষিতের পুত্রবধূ৷ তাঁরা ব্রাহ্মণ পরিবারের সদস্য৷ শেষবার নির্বাচনে বিজেপি বহু হিন্দু ভোট নিজেদের পকেটস্থ করেছে বিজেপি৷ পাশাপাশি বিএসপি নেত্রী মায়াবতীর ঝোলাতেও প্রচুর হিন্দু ভোট থাকে৷ আর এবার সেই ভোটই নিজেদের দখলে রাখতে কংগ্রেস এই কৌশলে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চাইছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement