Advertisement
Advertisement
Congress leadership

লোকসভার প্রস্তুতি হাত শিবিরেও, রাজ্য ধরে ধরে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাহুল-খাড়গেরা

আর দীর্ঘসূত্রিতা নয়, দিনের কাজ দিনে করার সংস্কৃতি চাইছেন কংগ্রেস সভাপতি খাড়গে।

Congress leadership started meeting state leaders before Lok Sabha Election 2024 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 5, 2023 1:53 pm
  • Updated:July 5, 2023 1:53 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: লোকসভা ভোটকে পাখির চোখ করে মন্ত্রিসভা ও সংগঠনের ব্যাপক রদবদল শুরু করেছে গেরুয়া শিবির। একই চিত্র হাত শিবিরেও। দশকের পর দশক ধরে চলে আসা পরিচিত ধারার বাইরে আসার চেষ্ঠায় কংগ্রেস। আজকের কাজ এখনই করো। দলের অন্দরে নিদান সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi)। তাই দেশজুড়ে সংগঠনে ঝাঁকুনি দিতে রাজ্য ধরে ধরে বৈঠক করছেন দলের এই শীর্ষনেতা।

রাজস্তান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের পর মঙ্গলবার মিজোরামের প্রদেশ নেতৃত্বকে দিল্লি তলব করে বৈঠক করেন রাহুল ও খাড়গেরা। রাজ্য নেতৃত্বকে এখনই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আকবর রোড সূত্রে খবর। বিজেপি বিরোধী প্রচার তুঙ্গে নিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে লোকসভার (Lok Sabha Election) আগে মিজোরামেও বিধানসভা নির্বাচন। সেরাজ্যে এবার ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টায় হাত শিবির।

Advertisement

[আরও পড়ুন: ফের চরমে রাজ্যপাল-কমিশনার সংঘাত, সিভি আনন্দের তলবে সাড়া দিলেন না রাজীব সিনহা]

‘১৮ মাসে বছর’। কংগ্রেসের ক্ষেত্রে বাংলার এই প্রবাদ ছিল সর্বজনবিদিত। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াই ছিল কংগ্রেসের রেওয়াজ। কিন্তু সভাপতি বদলের পরেই এ যেন অন্য কংগ্রেস। কোনও কাজ ফেলে রাখা উপায় নেই নেতৃত্বের। প্রতিদিনই রাজ্য ধরে ধরে প্রদেশ সভাপতি ও পর্যবেক্ষকদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছেন দলের নয়া সভাপতি। সেই রিপোর্ট নিয়ে আলোচনায় বসছেন খাড়গে, রাহুল ও কে সি বেনুগোপালরা। সেইসঙ্গে প্রায় প্রতিদিনই কোনও না কোনও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। প্রদেশ নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের মনোভাব বোঝার চেষ্ঠা করছেন।

[আরও পড়ুন: জোগানে ঘাটতি, সবজির পর মাছও অগ্নিমূল্য বাজারে, নজরদারি টাস্ক ফোর্সের]

পাশাপাশি, বিজেপিকে ঠেকাতে রণকৌশলও ঠিক করে দিচ্ছে হাইকম্যান্ড। এদিন মিজোরামের প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন তাঁরা। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়। সকলকে এক হয়ে বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হতে হবে বলে মিজো নেতৃত্বকে সাফ জানান খাড়গে বলে এআইসিসি (AICC) সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement