সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভরতি করতে হলে করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi)। গত ২ জুন সোনিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। রবিবার তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Ganga Ram Hospital) ভরতি করা হয়েছে। টুইটে একথা জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।
Congress President, Smt. Sonia Gandhi was admitted to Ganga Ram Hospital today owing to Covid related issues. She is stable and will be kept at the hospital for observation.
We thank all the Congress men & women as also all well wishers for their concern and good wishes.
— Randeep Singh Surjewala (@rssurjewala) June 12, 2022
সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) টুইট করে জানিয়েছেন,” করোনা সংক্রান্ত সমস্যা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে হাসপাতালে রাখা হচ্ছে পর্যবেক্ষণের জন্য। যারা ওঁর সুস্বাস্থ্য কামনা করেছেন, তাঁদের সকলকে আমরা ধন্যবাদ জানাই।”
বস্তুত, সোনিয়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পরই কংগ্রেসের তরফে জানানো হয়, তিনি সুস্থ আছেন। তাঁর শরীরে কোভিডের (COVID-19) উপসর্গ সামান্যই। প্রশ্ন উঠছে, তাহলে কি কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থার অবনতি হল? পঁচাত্তরের সোনিয়া এমনিতেই অসুস্থ। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর কোভিড পরবর্তী জটিলতা চিন্তায় রাখছে কংগ্রেস সমর্থকদের।
সোনিয়া হাসপাতালে ভরতি হওয়ায় আগামী দিনে তাঁর বিভিন্ন কর্মসূচির কী হবে সেটা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। আগামী ১৫ জুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক হওয়ার কথা। তাতে সোনিয়া আদৌ অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। তাছাড়া আগামী ২৩ জুন ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইডি দপ্তরেও হাজিরা দেওয়ার কথা সোনিয়ার। সেখানেও তিনি হাজিরা দিতে পারবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়ে যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.