সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মিডিয়ার সামনে যখন সেনাপ্রধান বক্তব্য পেশ করেন, মনে হয় যেন রাস্তার কোনও গুণ্ডা কথা বলছে৷” ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপের এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে৷ যার জেরে খানিকক্ষণের মধ্যেই নিজের বক্তব্য ফিরিয়ে নিয়ে ক্ষমা চাইতে কার্যত বাধ্য হলেন সন্দীপ দীক্ষিত৷
কিন্তু কী বলেছিলেন সন্দীপ দীক্ষিত?
সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দেশের সেনাপ্রধান কী করে রাস্তার গুন্ডাদের মতো কথা বলতে পারেন? পাক সেনাপ্রধান এরকম করে কথা বললে আমি কিছু মনে করতাম না৷ কারণ ওরা মাফিয়াদের মতোই কথা বলে৷ কিন্তু আমাদের দেশের সেনাপ্রধান কী করে এই ভাষায় কথা বলতে পারেন?” সম্প্রতি সেনাপ্রধান রাওয়াত একাধিকবার কড়া ভাষায় ইসলামাবাদের সমালোচনা করেন৷ তিনি জানান, চিন ও পাকিস্তানের সঙ্গে দু’টি পূর্ণাঙ্গ যুদ্ধ ও দেশের অন্দরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে অর্ধেক যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে৷ কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের বদগাঁও জেলায় ফারুক দার নামের এক কাশ্মীরি যুবককে জিপের সামনে বেঁধে ঘোরানোয় অভিযুক্ত মেজর গগৈয়ের পাশে দাঁড়ান জেনারেল রাওয়াত৷ জানিয়ে দেন, তিরস্কার নয়, বরং মেজর গগৈয়ের বীরত্বের জন্য তাঁকে পুরস্কৃত করবে সশস্ত্র বাহিনী৷ সেনাপ্রধানের এই সপাট মন্তব্যই সম্ভবত পছন্দ হয়নি শীলা-পুত্র সন্দীপের৷
I genuinely believe what I said was wrong. So I apologize for it &withdraw my statement: Sandeep Dikshit,Cong on his statement on Army chief pic.twitter.com/7WnokUrpLo
— ANI (@ANI_news) June 11, 2017
সেনাপ্রধানকে আক্রমণ করে কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে ওঠে নেটদুনিয়ায়৷ দল-মত নির্বিশেষে সকলেই সমালোচনা করেন ওই মন্তব্যের৷ কড়া প্রতিক্রিয়া জানায় বিজেপিও৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “কংগ্রেসের কী দশা হয়েছে ভাবছি৷ কোন সাহসে এক কংগ্রেস নেতা দেশের সেনাপ্রধানকে রাস্তার গুণ্ডা বলতে পারলেন?” এর আগে শিক্ষাবিদ পার্থ চট্টোপাধ্যায় জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে অত্যাচারী ব্রিটিশ জেনারেল ডায়ারের তুলনা করেন৷ ব্রিটিশদের আমলে জালিয়ানওয়ালাবাগে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার৷ যদিও ওই সমালোচনা গায়ে মাখেননি সেনাপ্রধান৷ তিনি এক অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেন, “দেখুন, আমি একজন সেনাপ্রধান৷ আমাকে এই সব সমালোচনা সহ্য করতেই হবে৷ কেউ আমার মন্তব্যকে ভুল ভাবতেই পারেন৷ তাতে আমার কিছুই এসে যায় না৷ কারও সমালোচনা আমাকে বিদ্ধ করে না৷”
দেখুন সেই ভিডিও:
#WATCH: Congress leader Sandeep Dikshit says it feels bad when our Army Chief gives statement like a “sadak ka gunda”. pic.twitter.com/Kh1DdtLfbL
— ANI (@ANI_news) June 11, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.