সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনার কবলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার দুপুরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। টুইট করে নিজেই দুঃসংবাদ জানিয়েছেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতির শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে। তবে, এখনও হাসপাতালে ভরতি হননি তিনি।
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
ভগ্নীপতি রবার্ট বঢরা (Robert Vadra) বেশ কিছুদিন আগেই করোনার কবলে পড়েছিলেন। তাঁর আক্রান্ত হওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন হোম আইসোলেশনে। তবে, রাহুল দিন কয়েক আগে পর্যন্ত প্রচারের কাজ চালিয়ে যাচ্ছিলেন। রবিবারই নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেন তিনি। বাংলায় রাহুল গান্ধীর পাঁচটি নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ রুখতে সবই বাতিল করেন তিনি। তার দু’দিন বাদে মঙ্গলবার দুঃসংবাদ দিলেন রাহুল। টুইট করে জানালেন,”করোনার মৃদু উপসর্গ থাকায় আমি করোনা (CoronaVirus) পরীক্ষা করিয়েছিলাম। আমার করোনা রিপোর্ট পজিটিভ।” গত কয়েকদিন যারা যারা তাঁর সংস্পর্শে এসেছে তাঁদের সকলকে করোনা বিধি মেনে চলতে অনুরোধ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সকলের উদ্দেশে তাঁর আরজি,”সমস্ত প্রোটোকল মেনে চলুন, সুরক্ষিত থাকুন।” প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকালই এই মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন। তারপর রাহুলের আক্রান্ত হওয়ার ঘটনায় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রীতিমতো উদ্বেগে। প্রাক্তন কংগ্রেস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আসলে সার্বিক ভাবেই দিল্লির করোনা পরিস্থিতি মারাত্মক। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৫ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। এমনকী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীও করোনার কবলে পড়েছেন। যার জেরে দিল্লির মুখ্যমন্ত্রী নিজে আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
Delhi CM Arvind Kejriwal quarantines himself as his wife Sunita Kejriwal tests positive for #COVID19; she has home isolated herself.
(File pics) pic.twitter.com/ZFBZ5Uw6tP
— ANI (@ANI) April 20, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.