Advertisement
Advertisement
Rahul Gandhi

‘এবার বিয়েটা করতেই হবে’, ভোট প্রচারে প্রশ্নের মুখে পড়ে সহাস্য উত্তর রাহুলের

'বিয়েটা কবে করবেন?' মঞ্চে ভাষণরত রাহুলের উদ্দেশে ধেয়ে এল প্রশ্নবাণ।

Congress leader Rahul Gandhi responded when people asked him about his marriage
Published by: Amit Kumar Das
  • Posted:May 13, 2024 6:12 pm
  • Updated:May 13, 2024 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৫৩ বছর হয়েছে। অথচ এখনও বিয়ের কোনও উদ্যোগ নেই কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi)। এ নিয়ে অবশ্য কম কটাক্ষ শুনতে হয়নি সোনিয়ার পুত্রকে। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের একবার ঘুরে ফিরে এল সেই ইস্যু। মঞ্চে ভাষণরত প্রিয় নেতাকে সামনে পেয়ে দর্শক আসন থেকে প্রশ্ন ধেয়ে এল, বিয়েটা কবে করবেন? বোন প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) উপস্থিতিতে এমন প্রশ্ন শুনে সহাস্য মুখে রাহুল জানালেন, অবশেষে বিয়েটা করতে চলেছেন তিনি।

লোকসভা নির্বাচন উপলক্ষে সোমবার রায়বরেলিতে (Raebareli) প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী। মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে মোদির বিরুদ্ধে রীতিমতো ‘যুদ্ধংদেহি’ মুডে ছিলেন তিনি। তখনই সভার ভাবগম্ভীর পরিবেশ হালকা করে দেয় একটি প্রশ্ন। দর্শক আসন থেকে এক ব্যক্তি প্রশ্ন করেন, ‘শাদি কব হোগি।’ অর্থাৎ আপনি বিয়ে করছেন কবে? হঠাৎ এমন একটি প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না রাহুল। বিষয়টি বুঝতে তাঁর কিছুটা সময় লাগে। পাশে থাকা একজনকে জিজ্ঞেস করেন কী বলছেন ওই ব্যক্তি। সঙ্গী সে কথা বুঝিয়ে দেওয়ার পর রাহুলের মুখে ফুটে ওঠে হাসি। এর পর হেসে প্রশ্নকর্তার উদ্দেশে রাহুল জানালেন, ‘অব জলদি হি করনি পড়েগি’। অর্থাৎ এবার বিয়েটা করতেই হবে।

Advertisement

[আরও পড়ুন: নিরাপত্তা চেয়েও পাননি, গরুপাচার নিয়ে রিপোর্ট প্রকাশের পরই যোগীরাজ্যে খুন সাংবাদিক]

প্রসঙ্গত, রাহুলের বিয়ে নিয়ে দেশবাসীর আগ্রহ খুব একটা কম নয়। মাঝে মধ্যেই রাহুলের উদ্দেশে ধেয়ে আসে এমন প্রশ্ন। গত বছর পাটনায় ইন্ডিয়া জোটের সভায় রাহুলকে এ বিষয়ে পরামর্শ দিতে দেখা যায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। তিনি বলেন, ‘আপনার মা আমাকে বলেছিলেন, আপনি তাঁর কথা শোনেন না। বিয়ের জন্য উনি আমাকেই রাজি করাতে বলেছিলেন আপনাকে।’ রাহুলকে কিছুটা স্নেহের সুরেই তাঁকে বলতে শোনা যায়, ‘আপনি বিয়ে করলে আমরা বরযাত্রী হয়ে যাবো।’ এর পরেই লালুর কথার জবাবে রাহুল বলেন, ‘আপনি যখন বলে দিয়েছেন, তখন বিয়েও হয়েই যাবে।’

[আরও পড়ুন: ‘এমন কাউকে ভোট দেবেন না, যার গায়ে দুর্নীতির দাগ’, ফের আন্নার নিশানায় কেজরি]

এদিন রায়বরেলির মহারাজগঞ্জের সভায় আবেগঘন ভাষণ দিতে দেখা যায় রাহুলকে। তিনি বলেন, ‘মা হলেন তিনি যিনি সন্তানকে সঠিক পথ দেখান এবং তাকে রক্ষা করেন। সোনিয়া এবং ইন্দিরাজি আমাকে তাই করেছেন। তাই আমার দুই মা। আর এই রায়বরেলি হল আমার দুই মায়ের কর্মভূমি। তাই এখানে আমি প্রার্থী হয়েছি।’ এদিনের সভায় রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কাও। ভাষণের মাঝেই বোনকে কাছে টেনে নেন দাদা রাহুল। বোনের গাল টিপে আদর করে তাঁর প্রশংসায় রাহুল বলেন, ‘আমার বোন আমার জন্য এখানে ঘামরক্ত ঝরিয়ে চলেছে আমাকে জেতাতে। কারণ আমি সারা দেশে প্রচার চালিয়ে যাচ্ছি। তখন ও এখানে লাগাতার মাটি কামড়ে পড়ে রয়েছে।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement