Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘উনি ধর্ষকদের পাশে’, বিলকিস কাণ্ডে মোদিকে তীব্র আক্রমণ রাহুলের

প্রধানমন্ত্রী মহিলাদের সঙ্গে প্রতারণা করেছেন, মন্তব্য রাহুলের।

Congress Leader Rahul Gandhi Attacks Narendra Modi Over Bilkis Bano Convicts Release | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 18, 2022 7:06 pm
  • Updated:October 18, 2022 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেনা মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফের আক্রমণ শানালেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি জানা গিয়েছে, বিলকিস বানো (Bilkis Bano) গণধর্ষণ কাণ্ডে ১১ দোষীর জেলমুক্তির বিষয়ে শুধু গুজরাট (Gujarat) সরকার নয়, অনুমোদন দেয় অমিত শাহর (Amit Shah) স্বরাষ্ট্র মন্ত্রকও। সেই প্রসঙ্গে মোদিকে রাহুলের টুইট তোপ, “উনি ধর্ষকদের পাশে।”

‘ভারত জোড়ো’ যাত্রার মাঝেই মোদিকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী টুইট করেন, “লালকেল্লা থেকে মহিলাদের সঙ্গে থাকার কথা বলেন, কিন্তু উনি আসলে ধর্ষকদের সঙ্গে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও প্রকৃত উদ্দেশের মধ্যে পার্থক্য স্পষ্ট।” এরপর রাহুলের অভিযোগ, “প্রধানমন্ত্রী মহিলাদের সঙ্গে প্রতারণা করেছেন।” উল্লেখ্য, গত ১৫ আগস্ট লালকেল্লার ভাষণে মহিলাদের সম্মান করার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিনেই স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ২০০২ সালে গুজরাট দাঙ্গায় (Gujrat Riot) দোষী সাব্যস্ত বিলকিস বানো গণধর্ষণে জড়িত ১১ জনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জেলে ‘ভাল আচরণ’ করায় তাদের শাস্তি মকুব করা হয়, যুক্তি দেয় গুজরাট সরকার।

Advertisement

[আরও পড়ুন: ‘দাউদ, সঈদকে কবে ভারতের হাতে তুলে দেবেন?’ প্রশ্ন শুনেই মুখে আঙুল পাক গোয়েন্দা প্রধানের]

এখানেই শেষ নয়। ধর্ষণ ও খুনের মামলায় ১৫ বছর সাজা খাটা ১১ জন জেল থেকে বেরনোর পরেই গেরুয়া শিবির তাদের গলায় মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে সংবর্ধনা দেয়। যদিও স্বাধীনতা দিবসে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “কথায় এবং আচরণে আমরা যেন এমন কিছু না করি, যা মহিলাদের মর্যাদা ক্ষুন্ন করে। সব ভারতীয়র কাছে একটাই অনুরোধ… আমরা কি দৈনন্দিন জীবনে মহিলাদের প্রতি মনোভাবে পরিবর্তন আনতে পারি না?”

[আরও পড়ুন: জয়ললিতার মৃত্যুতে কাঠগড়ায় শশীকলা! কমিশনের রিপোর্টে অস্বস্তিতে বর্ষীয়ান নেত্রী]

এদিকে আজই বিলকিস কাণ্ডের ১১ দোষীর জেলমুক্তি নিয়ে সাফাই দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Prahlad Joshi)। তার মতে, “যখন সরকার এবং অবগত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, তখন এর মধ্যে আইনত কোনও ভুল দেখছি না।” কেন্দ্রীয় মন্ত্রীর মতো সবকিছু আইন মেনেই হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement