Advertisement
Advertisement

Breaking News

সিধু

একের পর সভা করে মোদিকে তোপ, কণ্ঠ হারাতে পারেন সিধু

আপাতত তিনি স্টেরয়েড নিচ্ছেন।

Congress leader Navjot Singh Sidhu damaged his vocal cords
Published by: Subhajit Mandal
  • Posted:May 13, 2019 8:59 pm
  • Updated:May 13, 2019 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর পর কংগ্রেস নেতাদের মধ্যে সবচেয়ে বেশি জনসভা সিধুই করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী একের পর এক রোড শো করলেও সিধুর মতো এত জনসভা তিনিও করেননি। কংগ্রেস সূত্রের খবর, মাত্র ১৭ দিনে ৭০টি জনসভা করেছেন সিধু। প্রিয়াঙ্কা-রাহুলের পরে কংগ্রেস নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পাচ্ছে তাঁর সভাগুলিই। মোদিকে কটাক্ষ করার ক্ষেত্রেও অন্য সব নেতাদের টেক্কা দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। কিন্তু, এ হেন একজন স্টার প্রচারককে সম্ভবত হারাতে চলেছে কংগ্রেস। কারণ, লাগাতার জনসভায় গলা ফাটিয়ে চিৎকার করার জেরে এবার স্বরথলিতে সমস্যা দেখা দিয়েছে নভজ্যোৎ সিং সিধুর। চিকিৎসকরা বলছেন, যা অবস্থা তাতে এরপরও যদি সিধু এভাবে জনসভা করতে থাকেন তাহলে চিরস্থায়ী ক্ষতি হতে পারে তাঁর।

[আরও পড়ুন: মহাজোটে কাঁটা, ফলপ্রকাশের আগে রাহুলের বৈঠকে থাকতে নারাজ মায়া-মমতা-অখিলেশ]

ক্রিকেট ছাড়ার পরই ধারাভাষ্যকর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান সিধু। এমনকী টেলিভিশনের বিখ্যাত একটি কমেডি শোতেও অতিথির ভূমিকায় দেখা যেত সিধুকে। রাজনীতির ময়দানেও সিধুর বাচনভঙ্গি বহুল চর্চিত। কিন্তু, তাঁর এই লাগাতার গলা ফাটানোই এবার কাল হতে পারে সিধুর জন্য। তাঁর দপ্তর থেকে জানা গিয়েছে, লাগাতার চিৎকার করার জেরে বড়সড় ক্ষতি হয়েছে তাঁর। মাঝেমাঝেই রক্তপাত হচ্ছে তাঁর গলায়। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। স্টেরয়েড নিচ্ছেন। সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর প্রচারে ফেরার সম্ভাবনা নেই।

Advertisement

[আরও পড়ুন: অপেক্ষার অবসান, দেশের এই প্রান্তে কাজে যোগ দিলেন অভিনন্দন বর্তমান]

তাঁর দপ্তর আরও জানিয়েছে, রবিবার তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যদিও, সিধু নিজে সেই পরামর্শ মানেননি। শেষ দফার আগেও তিনি বেশ কয়েকটি জনসভা করবেন বলে জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement