Advertisement
Advertisement
Motilal Vora

রাজনৈতিক জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত কংগ্রেস নেতা মতিলাল ভোরা

শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী, রাহুল গান্ধীর।

Congress leader Motilal Vora passes away at 93 in Delhi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 21, 2020 5:30 pm
  • Updated:December 21, 2020 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক জগতে ফের নক্ষত্রপতন। চলে গেলেন নবতিপর কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মতিলাল ভোরা (Motilal Vora)। সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  রবিবার রাতে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। গতকালই তাঁর জন্মদিনও ছিল। 

এআইসিসির প্রাক্তন সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোকার্ত রাজনৈতিক মহল। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষশ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধীও। লিখেছেন, “ভোরাজি সত্যিকারের কংগ্রেস নেতা ছিল। অসাধারণ ব্যক্তিত্ব। ওঁনাকে মিস করব। ওঁনার পরিবারের পাশে আছি। 

Advertisement

[আরও পড়ুন : ডাক্তারির পেশাতে হারিয়ে যায়নি মানবিকতা, মাত্র ১০ টাকায় রোগী দেখেন ডা. পারভিন]

বেশ কিছুদিন ধরেই তাঁর মূত্রথলির সংক্রমণে ভুগছিলেন। পরিবার থেকে জানানো হয়েছে, তাঁর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরই অক্টোবর মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন মতিলাল ভোরা। তবে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। তারপরই হঠাৎ ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।পরিবাররের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ছত্তিসগড়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

চলতি বছরে তিন বর্ষীয়ান নেতাকে হারাল কংগ্রেস। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, আহমেদ প্যাটেলের মৃত্যু হয়েছে চলতি বছরেই। সেই তালিকায় যুক্ত হল মতিলাল ভোরার নাম। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। বহুবছর ধরে কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন। ২০১৮ সালে দলের কোষাধ্যক্ষের দায়িত্ব ছেড়ে বেরিয়ে আসেন। দু’বার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। উত্তরপ্রদেশের রাজ্যপালের পদেও ছিলেন তিনি। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর পরিচয় বহুদিনের। তাঁদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন মতিলাল ভোরা।

[আরও পড়ুন : ডাক্তারির পেশাতে হারিয়ে যায়নি মানবিকতা, মাত্র ১০ টাকায় রোগী দেখেন ডা. পারভিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement