Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

‘পড়ে থাকা শিব সেনার প্রধান’, উদ্ধবকে কংগ্রেস নেতার খোঁচায় মহারাষ্ট্রে মহাজোটে অস্বস্তি

কেন কংগ্রেস ক্ষুব্ধ উদ্ধবের উপরে?

Congress leader jabs Uddhav Thackeray, creates controversy। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 10, 2024 2:23 pm
  • Updated:March 10, 2024 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও দিনই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। কিন্তু এহেন পরিস্থিতিতে মহারাষ্ট্রে অগোছালো দেখাচ্ছে ইন্ডিয়া জোটকে। কংগ্রেস, শিব সেনার উদ্ধব শিবির ও এনসিপির শরদ পওয়ার শিবির একজোট হয়ে নির্বাচনে লড়বে বলে স্থির হয়েছে। কিন্তু সেই মহা বিকাশ আঘাড়ি অস্বস্তিতে পড়ল এক কংগ্রেস নেতার মন্তব্যে। জোটসঙ্গী দলের প্রধান উদ্ধবকে ‘পড়ে থাকা শিব সেনার প্রধান’ বলে খোঁচা দিলেন তিনি। আর এর পরই বিতর্ক তুঙ্গে।

মহারাষ্ট্রের (Maharashtra) কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম উদ্ধবকে ‘বাঁচি কুচি শিব সেনা কে প্রমুখ’ বলে কটাক্ষ করেছেন। কিন্তু কেন? আসলে এই অসন্তোষের পিছনে রয়েছে উদ্ধবের একটি ঘোষণা। উত্তর-পশ্চিম মুম্বই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে উদ্ধবের দলের অমল কীর্তিকারের নাম ঘোষিত হয়েছে। অথচ এখনও চূড়ান্ত আসনরফা হয়ইনি। তার আগেই প্রবীণ শিব সেনা নেতার এই ঘোষণাতেই চটেছে মহারাষ্ট্রের হাত শিবির। শোনা যাচ্ছে, সঞ্জয় নিজে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আর সেই কারণেই এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

Advertisement

[আরও পড়ুন: রামনবমীর ছুটিতে প্রবল আপত্তি কবীর সুমনের, সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন শিল্পী?]

এক্স হ্যান্ডলে একটি পোস্টে তাঁকে লিখতে দেখা যায়, ‘কাল পড়ে থাকা শিব সেনার প্রধান আন্ধেরিতে উত্তর-পশ্চিম লোকসভায় প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। কাল থেকে ফোন এসেই চলেছে। এটা কী করে হতে পারে? মহা বিকাশ আঘাড়ির দুই ডজন বৈঠকের পরও এখনও পর্যন্ত আসনরফা হয়ে চূড়ান্ত হয়ে ওঠেনি। যে ৮-৯টা আসন নিয়ে আলোচনা চলছে এখনও, তার মধ্যে এই আসনও রয়েছে। তাহলে শিব সেনার তরফে এমন ঘোষণা জোটধর্মের পরিপন্থী নয় কি?’

কেবল তাই নয়, অমল কীর্তিকারের বিরুদ্ধে ‘খিচুড়ি কেলেঙ্কারি’র অভিযোগ তুলছে কংগ্রেস। তাদের অভিযোগ, কোভিড কালে পরিযায়ী শ্রমিকদের খাদ্য বিলির টাকা আত্মসাৎ করেছেন অমল। প্রসঙ্গত, এই মুহূর্ত উত্তর-পশ্চিম মুম্বই লোকসভার সাংসদ অমল কীর্তিকারের বাবা গজানন কীর্তিকার। কিন্তু তাঁর পরিবর্তে এবার সেখানে নিজেদের প্রার্থী দিতে চায় কংগ্রেস। আর তা নিয়ে শুরু হওয়া প্রকাশ্য গোলমালে মহারাষ্ট্রে মহাজোটের ছবিটা যে কলঙ্কিত হল, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ।

[আরও পড়ুন: শরীরে নেই একটুকরো সুতো, হাসপাতালের ভিতরে নগ্ন হয়ে ঘুরছেন চিকিৎসক! বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement