Advertisement
Advertisement

Breaking News

হার্দিক প্যাটেল

গুজরাটে জনসভার মঞ্চে চড় খেলেন হার্দিক প্যাটেল, হতভম্ব কংগ্রেস নেতা

ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুললেন হার্দিক৷

Congress leader Hardik Patel slapped during a public meeting
Published by: Sayani Sen
  • Posted:April 19, 2019 12:41 pm
  • Updated:April 19, 2019 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী আবহে মিটিং-মিছিল-জনসভা লেগেই রয়েছে৷ গুজরাটের ছবিও একইরকম৷ আজ শাসকদলের কোনও নেতা ভোটপ্রচার করছেন তো কাল বিরোধী পক্ষের৷ কোনও রাজনীতিক শোনাচ্ছেন তাঁর দলের কাজের কথা আবার কেউ অন্য কোনও রাজনৈতিক দলকে দুষছেন৷ কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলও তার ব্যতিক্রম নন৷ কিন্তু জনসভা বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বিপাকে হার্দিক৷ আর তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা৷

[আরও পড়ুন: মোদির কপ্টারে তল্লাশির জেরে বরখাস্ত আমলা, বিতর্ক রাজনৈতিক মহলে]

শুক্রবার সকালে গুজরাটের সুরেন্দ্রনগরে সভা করছিলেন কংগ্রেস নেতা৷ নির্বাচনী জনসভায় নিজের বাক্যবাণকে হাতিয়ার করে বিজেপিকে দুষছিলেন তিনি৷ এমন সময় আচমকাই মঞ্চে উঠে পড়েন এক ব্যক্তি৷ হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই হার্দিককে একটি চড় মারেন তিনি৷ এখানেই শেষ নয়৷ ধাক্কা দিয়ে মাইক্রোফোনের সামনে থেকে সরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় পাতিদার আন্দোলনের নেতাকে৷ আচমকা এই ঘটনা দেখে কিছুটা হলেও হতচকিত হয়ে যান মঞ্চে উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা৷ একইরকমভাবেই অবাক হয়ে যান সভায় আসা সাধারণ মানুষজন৷ চড় মারার পর মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ঘিরে ধরেন কংগ্রেস কর্মীরা৷ মারধর করা হয় তাঁকে৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন হার্দিক প্যাটেল৷

Advertisement

[ আরও পড়ুন: বিজেপি মুখপাত্রকে লক্ষ্য করে জুতো, সুর কাটল সাংবাদিক বৈঠকের]

এই ঘটনার ঠিক চব্বিশ ঘণ্টা আগে বিজেপি নেতাকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করা নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন বিজেপির বিদায়ী সাংসদ জিভিএল নরসিমা রাও৷ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে এক শল্য চিকিৎসক৷ যদিও ওই ব্যক্তিকে আটক করা হয়েছে৷ নরসিমা রাওয়ের উপর হামলার ঘটনায় এখনও কারও বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেনি বিজেপি৷ তবে হার্দিক প্যাটেলকে চড় মারার ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা৷ গেরুয়া শিবিরের কেউই যদিও এ ব্যাপারে একটিও মন্তব্য করেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement