Advertisement
Advertisement

Breaking News

DK Shivakumar

জল সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে বিপাকে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী, FIR দায়ের কমিশনের

প্রথম দফার ভোট চলাকালীন প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ।

Congress Leader DK Shivakumar FIR For Undue Influence At Elections
Published by: Kishore Ghosh
  • Posted:April 20, 2024 8:40 pm
  • Updated:April 20, 2024 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসকে ভোট দিলেই জলের সমস্যার সমাধান হবে, প্রথম দফার ভোট চলাকালীন প্রচারসভায় প্রতিশ্রুতি দেন কর্নাটকের (Karnataka) উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivkumar)। নির্বাচন কমিশনে এই অভিযোগ জানিয়েছিল বিজেপি। শনিবার নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কংগ্রেস নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কমিশন। এফআইআর দায়ের হল কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এই বিষয়ে টুইট করে জানানো হয়েছে কমিশনের তরফে।

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন শিবকুমারের ভাই ডিকে সুরেশ। তাঁর সমর্থনে প্রচারে নেমেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী। সেই সময়েই বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে গিয়ে শিবকুমার বলেন, “যদি কংগ্রেসকে (Congress) ভোট দেন, তাহলেই জলের সমস্যা মিটবে।” এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওকে হাতিয়ার করেই আসরে নেমেছে বিজেপি। কমিশনের কাছে তাদের দাবি, শিবকুমারের এমন মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। তাই কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা থেকে অবিলম্বে ছেঁটে ফেলতে হবে শিবকুমারকে (DK Shivakumar)। শনিবার কর্নাটক রাজ্য নির্বাচন কমিশনের জানিয়েছে, আর আর নগরে শিবকুমারের বক্তৃতা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। প্রতিশ্রুতির বিনিময়ে ভোট চাওয়ার দায়ে এফআইআর দায়ের হয়েছে কংগ্রেস নেতার বিরুদ্ধে।

Advertisement

 

[আরও পড়ুন: ‘দেশ বদলাচ্ছে’, মোদি সরকারের ৩ ফৌজদারি আইনের প্রশংসায় চন্দ্রচূড়]

উল্লেখ্য, গত দুমাস ধরে কর্নাটকে জলসংকট তীব্র আকার নিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, ঘরে ঘরে জল পৌঁছচ্ছে না। জলের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। বাদ পড়েনি রাজধানী বেঙ্গালুরুও। সেখানে ৭০০-৮০০ টাকায় জলের ট্যাঙ্কার পাওয়া যেত। কিন্তু তার দাম ২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তা দিয়েও শহরবাসীর দাবি মেটানো যাচ্ছে না। সবমিলিয়ে, জলের সমস্যা সমাধান করা কর্নাটকের নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু। সেটাকেই হাতিয়ার করে প্রচারের ময়দানে নেমেছিলেন শিবকুমার।

 

[আরও পড়ুন: জেলে কেজরিওয়ালকে ধীরে ধীরে হত্যার চেষ্টা! বিস্ফোরক অভিযোগ আপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement