Advertisement
Advertisement
Congress

গেরুয়া পোশাকে পার্টি অফিসে আসার ‘শাস্তি’, কংগ্রেস নেতাকে গণপিটুনি দলীয় কর্মীদেরই!

উত্তরপ্রদেশের আমেঠি সাক্ষী হল এমনই ঘটনার।

Congress leader booked for assaulting party worker for wearing saffron kurta in UP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 28, 2023 5:14 pm
  • Updated:April 28, 2023 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির সঙ্গে রং যে ওতপ্রোত ভাবে জড়িত তা নতুন কথা নয়। গেরুয়া বললে অবধারিত ভাবেই বিজেপির কথাই উঠে আসে। তা বলে কংগ্রেস কর্মী হলে গেরুয়া পরায় নিগ্রহ? তাও খোদ জেলা সভাপতির হাতেই? এমনই এক ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমেঠি (Amethi)।

ঠিক কী হয়েছিল? অখিলেশ শুক্লা নামের ওই কংগ্রেস কর্মী একদা আমেঠির কংগ্রেস (Congress) সভাপতি ছিলেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর রোডে দলের দপ্তরে যান গেরুয়া কুর্তা ও সাদা পাজামা পরে। সেই সময়ই দলের সমর্থকরা তাঁকে কটাক্ষ করতে থাকেন বিজেপি সমর্থক বলে। তাঁদের অভিযোগ, সামনেই যে পুর নির্বাচন সেখানে অখিলেশ নাকি গেরুয়া শিবিরের হয়েই কাজ করতে চান। ক্রমেই বচসা বাড়তে থাকে। এরপর জেলা সভাপতি প্রদীপ সিংহল, যুব কংগ্রেসের জেলা সভাপতি শুভম সিং ও অনেকে মিলে তাঁকে মারধর করতে থাকেন।

Advertisement

[আরও পড়ুন: ১০টা আইফোন চুরি, অর্ডার পৌঁছে দেওয়ার আগে ভুয়ো ফোন বাক্সে ভরে দিলেন ডেলিভারি বয়!]

শুক্রবারই এই অভিযোগ জানিয়ে আমেঠি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন অখিলেশ। গোটা বিষয়টিকেই ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন শুভম। জেলা নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদ না পেয়েই তিনি এমন অভিযোগ তুলছেন বলে দাবি ওই কংগ্রেস নেতার।

[আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে FIR দায়েরে রাজি, কুস্তিগিরদের লড়াইয়ের সামনে ঝুঁকল দিল্লি পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement