Advertisement
Advertisement

পুলওয়ামা হামলার জন্য দায়ী সেনা, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেত্রীর

কংগ্রেস নেত্রীর এই বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।

Congress leader blames forces for Pulwama attack
Published by: Subhajit Mandal
  • Posted:February 17, 2019 7:10 pm
  • Updated:February 17, 2019 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা হামলা যখন গোটা দেশের ভিত নাড়িয়ে দিয়েছে। সেনা জওয়ানদের বলিদানকে যখন গোটা দেশ শ্রদ্ধা জানাচ্ছে, তখন সেই সেনাকেই ঘটনার জন্য দোষারোপ করলেন কংগ্রেস নেত্রী। প্রাক্তন সাংসদ তথা উত্তরপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেত্রী নূর বানোর দাবি, পুলওয়ামা হামলার জন্য দায়ী সেনাই। এই হামলা সেনা জওয়ানদেরই ব্যর্থতা। নভজ্যোৎ সিং সিধুর পর আরও এক কংগ্রেস নেতার এহেন বক্তব্যতে বেশ অস্বস্তিতে দল।

[জওয়ানদের শেষ শ্রদ্ধায় মোবাইল হাতে রাহুল, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]

পুলওয়ামা হামলার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সাফ জানিয়েছিলেন, সেনার মৃত্যু নিয়ে কোনওরকম রাজনীতি তাঁরা করতে চান না। এই পরিস্থিতিতে সেনা এবং সরকারের পাশে বিরোধীরা থাকবে। সেই মতো কংগ্রেসের শীর্ষ নেতারা বা রাহুল নিজে এখনও কোনও বিতর্কিত মন্তব্য করেননি। কিন্তু, রাহুলের সেই নির্দেশ হয়তো দলের সব স্তরে এখনও পৌঁছায়নি। কারণ, ইতিমধ্যেই পুলওয়ামা হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু, কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান দিব্যা স্পন্দনা। এবার সেই তালিকায় যোগ হল উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ নূর বানোর নাম। ওই নেত্রীর দাবি, পুলওয়ামা হামলার জন্য সেনা নিজেই দায়ী। তিনি বলেন, “এই হামলা আটকানোই সেনার কাজ। আগে থেকেই হামলার ইঙ্গিত ছিল, তাহলে কেন কোনওরকম ব্যবস্থা নেওয়া হল না। এই হামলার জন্য দায়ী একমাত্র সেনাই।” নূর বানো আরও বলেন, “যা ঘটেছে তা খারাপ এবং দুঃখজনক। এই হামলা আমাদের প্রভাবিত করেছে। তবে, আরও চিন্তার বিষয় এই হামলাকে কীভাবে কাজে লাগায় বিজেপি।” কংগ্রেস নেত্রীর এই বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।

Advertisement

[পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার, চরম পদক্ষেপ প্রশাসনের]

এই প্রথম নয়, এর আগে পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু বলেছিলেন, এই হামলার জন্য গোটা পাকিস্তানকে দায়ী করা উচিত নয়। কয়েকজন জঙ্গির কাজের জন্য আমরা গোটা দেশকে দোষারোপ করতে পারি না। তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকী সিধুকে জনপ্রিয় রিয়ালিটি শোয়ের চাকরি খোয়াতে হয়। তাঁকে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকেও বরখাস্ত করার দাবি উঠতে থাকে। এমনকী দলও তাঁর মন্তব্যকে সমর্থন করেনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement