Advertisement
Advertisement
Gujarat Polls

গুজরাট থেকে হিমাচল প্রদেশ, নির্বাচনের আগে কংগ্রেস ছাড়ার হিড়িক নেতা-বিধায়কদের

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা।

Congress leader and MLA joined BJP ahead of polls in Gujarat and Himachal Pradesh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 9, 2022 7:24 pm
  • Updated:November 9, 2022 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’দিনে পরপর ধাক্কা খেল গুজরাট কংগ্রেস (Congress)। মঙ্গলবারের পর বুধবারেও শতাব্দীপ্রাচীন দলে ভাঙন অব্যাহত। বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Polls) ঠিক আগে কংগ্রেস ছেড়ে দিলেন দুই বিধায়ক। তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলেই জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই একই দৃশ্য হিমাচল প্রদেশেও। মঙ্গলবারই সেরাজ্যের কংগ্রেসের ২৬ জন নেতা বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন। সবমিলিয়ে, দুই রাজ্যে নির্বাচনের আগে যথেষ্ট চাপে রয়েছে কংগ্রেস।

বুধবার গুজরাটের প্রবীণ কংগ্রেস বিধায়ক ভাগাভাই বারাদ ইস্তফা দেন। বিধানসভার স্পিকারের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা, তা নিয়ে সরকারি ভাবে কিছু বলা হয়নি। তবে গুজরাটের তালালা কেন্দ্রের বিধায়ক যে গেরুয়া শিবিরেই যোগ দেবেন, তা নিয়ে প্রায় নিশ্চিত গুজরাটের রাজনৈতিক মহল। সূত্রের খবর, নিজের ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করার পরেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাগাভাই।

Advertisement

[আরও পড়ুন: ফাঁকা ঘরে কিশোরীকে একে একে ধর্ষণ ৬ নাবালকের, রেকর্ড হল ভিডিও! চাঞ্চল্য অসমে ]

মঙ্গলবারেই কংগ্রেস বিধায়ক মোহনসিন রাঠভাও দল ছেড়ে দিয়েছিলেন। তারপরেই বিজেপিতে যোগ দেন তিনি। তবে বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাঠভা বলেছেন, টিকিট পাওয়ার আশায় গেরুয়া শিবিরে যাননি। বরং উপজাতিদের কল্যাণের জন্য যেভাবে বিজেপি সরকার কাজ করেছে, তাতে মুগ্ধ হয়েই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন দশবারের কং বিধায়ক। জানা গিয়েছে, রাঠভা চেয়েছিলেন তাঁর ছেলে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। কিন্তু সেই প্রস্তাবে কংগ্রেস রাজি হয়নি বলেই হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিনি।

হিমাচল প্রদেশেও (Himachal Pradesh) কংগ্রেসের একই বেহাল দশা। আর তিনদিন পরেই সেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এহেন পরিস্থিতিতেই ২৬ জন নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন কংগ্রেস কর্মীরা। সকলে মিলে কাজ করে হিমাচল প্রদেশে বিজেপিকে ঐতিহাসিক সাফল্য এনে দেবেন, এমনটাই আশা করছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব।

[আরও পড়ুন:বেতন চাওয়ার ‘অপরাধে’ কর্মীকে রড দিয়ে মার মালিকের! ভিডিও দেখে হতবাক নেটিজেনরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement