Advertisement
Advertisement

Breaking News

সিদ্দারামাইয়া

ফের দাদাগিরি, প্রকাশ্যেই দলীয় কর্মীকে চড় কষালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

পরে অবশ্য ক্ষমা চেয়েছেন কংগ্রেস নেতা, দেখুন ঘটনার ভিডিও।

Congress leader and Karnataka's former CM Siddaramaiah slaps his aide
Published by: Subhajit Mandal
  • Posted:September 5, 2019 7:13 pm
  • Updated:September 5, 2019 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে মেজাজ হারালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। বিমানবন্দরে সাংবাদিকদের সামনেই দলীয় কর্মীকে চড় মারলেন তিনি। এর জেরে বিপুল সমালোচনার শিকার হতে হল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। পরে অবশ্য নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন কংগ্রেস নেতা।

[আরও পড়ুন: অবশেষে স্বস্তি চিদম্বরমের, আদালতে মঞ্জুর প্রাক্তন অর্থমন্ত্রীর আগাম জামিন]

ঘটনাটি ঘটে বুধবার। কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস। মাইশুরু বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতা। সাংবাদিক বৈঠক চলাকালীনই দলের এক কর্মী সিদ্দার কাছে তাঁর মোবাইলটি নিয়ে আসেন। এবং বারবার তাঁকে ফোনটি ধরার কথা বলতে থাকেন। দলীয় কর্মীর এই আচরণে বিরক্ত হয়ে তাঁকে ক্যামেরার সামনেই চড় কষিয়ে দেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সিদ্দার এই আচরণকে ঔদ্ধত্য বলে বর্ণনা করতে থাকে বিরোধীরা। যদিও, যে কর্মীকে কংগ্রেস নেতা চড় মারেন, তিনি তারপরও সিদ্দার সাথেই ছিলেন। এমনকী, এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভেও শামিল হন তিনি।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশে মায়ের সঙ্গে দেখা করার অনুমতি মুফতিকন্যাকে]

পরে জানা যায়, ওই কংগ্রেস কর্মীর নাম নন্দনহালি রবি। সিদ্দারামাইয়ার অত্যন্ত ঘনিষ্ট কংগ্রেস কর্মী তিনি। বৃহস্পতিবার নিজের আচরণের সাফাই দিয়ে একটি টুইট করেন সিদ্দা। তিনি বলেন, “নন্দনহালি রবি আমার ছেলের মতো। আমি দীর্ঘদিন ধরেই ওর পথপ্রদর্শকের মতো কাজ করছি। ওঁর মতো অনেক সমর্থক আমার আছে। সবসময় ওঁর প্রতি আমার রাগ, ভালবাসা সবই প্রকাশ পায় এভাবে। তবে, কালকের ঘটনাটা পরিস্থিতির উত্তাপে ঘটে গিয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement