ফাইল ছবি।
দেশজুড়ে জারি হয়েছে Unlock 5.0-এর নির্দেশিকা। তবে করোনা সংক্রমণে বিরাম নেই। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৫ জন। মোট মৃতের সংখ্যা ৯৮ হাজার ৬৭৮ জন। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৬০ হাজার ৩২৪ জন। মৃত ৫ হাজার ১৭ জন। করোনা ভাইরাস সম্পর্কিত লাইভ আপডেট (Corona Virus Live Update):
রাত ১০. ২০: ৯৫ হাজার কর্মসংস্থানের ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
Chief Minister Pinarayi Vijayan today announced that the government targets to create 95,000 new jobs in the State to address the large scale unemployment situation due to #COVID19 pandemic: Department of Information and Public Relations, Kerala
— ANI (@ANI) October 1, 2020
রাত ৯. ৪০: আনলক ৫-এর গাইডলাইন প্রকাশ করল ওড়িশা সরকার। ধর্মস্থানের পাশাপাশি ৩১ পর্যন্ত বন্ধ থাকবে সিনেমা হল, থিয়েটার।
Political, religious, functions and other large congregation will remain prohibited till 31st Oct. However in view of by-election in Tirtol & Balasore Assembly Constituencies, political gatherings will be permitted according to EC’s guidelines by district admin: Odisha Govt https://t.co/jWNqY69fD2
— ANI (@ANI) October 1, 2020
রাত ৯. ০৬: মুম্বইতে একদিনে মৃত্যু হয়েছে ৪৩ জনের।
43 deaths and 2,352 fresh positive cases reported in Mumbai today. The total number of cases now stands at 2,07,494 including 1,70,678 recoveries/discharges, 27,435 active cases and 8,969 deaths: Municipal Corporation Greater Mumbai
— ANI (@ANI) October 1, 2020
রাত ৯.০০: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ১০ হাজারের বেশি।
43 deaths and 2,352 fresh positive cases reported in Mumbai today. The total number of cases now stands at 2,07,494 including 1,70,678 recoveries/discharges, 27,435 active cases and 8,969 deaths: Municipal Corporation Greater Mumbai
— ANI (@ANI) October 1, 2020
Karnataka reported 10,070 new COVID-19 cases, 7,144 discharges and 130 deaths today, taking total cases to 6,11,837 including 4,92,412 discharges and 8,994 deaths. Number of active cases stands at 1,10,412: State Health Department pic.twitter.com/CGVZXzltaf
— ANI (@ANI) October 1, 2020
সন্ধে ৮. ২০: বাংলায় নতুন করে সংক্রমিত ৩, ২৭৫ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
সন্ধে ৮.০০: সামনে পুজো, তাই আগামী ৫ অক্টোবর থেকে উত্তরবঙ্গের জন্য আরও একটি বিশেষ ট্রেন চলা শুরু করছে বলে খবর। হাওড়া-গুয়াহাটির মাঝে চলবে ট্রেনটি। প্রতিদিন হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৩.৫০ মিনিটে। ৭ অক্টোবর থেকে জব্বলপুর-হাওড়ার মাঝে চলবে আরও একটি বিশেষ ট্রেন।
সন্ধে ৭. ৫৫: মধ্যপ্রদেশে নতুন করে সংক্রমিত ২, ০৪১ জন।
সন্ধে ৭. ২১: করোনার বলি বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গুরুপদ মেটে। হাওড়ার সঞ্জিবনী হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
Deeply saddened by the passing away of @AITCofficial Bankura District Coordinator and two-time MLA Gurupada Mete. His unparalleled devotion to serve the citizens of Bengal will always be remembered. My heartfelt condolences to his family and closed ones.
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2020
সন্ধে ৭. ২০: কলকাতা মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ল আরও আধঘণ্টা। অর্থাৎ ৭. ৩০ টার বদলে ৫ অক্টোবর থেকে শেষ মেট্রো ছাড়বে আটটায়।
সন্ধে ৬. ৫৫: জম্মু কাশ্মীরে নতুন করে আক্রান্ত ১, ০৯৩ জন।
Tamil Nadu reported 5,688 new #COVID19 cases, 5,516 recoveries & 66 deaths today, taking total positive cases to 6,03,290, including 5,47,335 recoveries, 9,586 deaths & 46,369 active cases: State Health Department pic.twitter.com/wc1IkBZ922
— ANI (@ANI) October 1, 2020
সন্ধে ৬. ৫২: তামিলনাড়ুতে নতুন করে সংক্রমিত ৫, ৬৮৮ জন।
Tamil Nadu reported 5,688 new #COVID19 cases, 5,516 recoveries & 66 deaths today, taking total positive cases to 6,03,290, including 5,47,335 recoveries, 9,586 deaths & 46,369 active cases: State Health Department pic.twitter.com/wc1IkBZ922
— ANI (@ANI) October 1, 2020
সন্ধে ৬. ৩২: নতুন করে করোনা থাবা বসিয়েছে মহারাষ্ট্র পুলিশের ১৮৮ জন কর্মীর শরীরে।
188 police personnel tested positive for #COVID19 & 1 died in the last 24 hours, taking total cases to 23,548 in the force including 20,345 recoveries, 2,956 active cases and 247 deaths. 78 health officials reported being attacked in the state: Maharashtra Police pic.twitter.com/GeE5FHe2Jk
— ANI (@ANI) October 1, 2020
সন্ধে ৬. ৩০: রাজস্থানে নতুন করে সংক্রমিত ২, ১৯৩ জন।
সন্ধে ৬. ২৭: কেরলে নতুন করে সংক্রমিত ৮, ১৩৫ জন।
8,135 new #COVID19 cases, 2,828 recoveries & 29 deaths reported in Kerala today, taking the total number of active cases to 72,339: Kerala CM Pinarayi Vijayan (File pic) pic.twitter.com/9cmqQItW9d
— ANI (@ANI) October 1, 2020
সন্ধে ৬. ২০: এবার আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড-১৯ পরীক্ষার রেট বেঁধে দিল স্বাস্থ্যদপ্তর। ১২০১ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি ল্যাবরেটরিগুলি।
বিকেল ৫.৪৮: মিজোরামে করোনা আক্রান্ত আরও ৪১ জন।
Mizoram reported 41 new recovered #COVID19 cases today. The total positive cases rise to 2,018, including 1,638 discharges, 380 active cases & no COVID death till date in the state: Department of Information and Public Relations, Mizoram pic.twitter.com/kf9A7ZDAVc
— ANI (@ANI) October 1, 2020
বিকেল ৫.৪০: দিল্লিতে একদিনে আক্রান্ত ৩ হাজার ১৬৭ জন ।
Delhi reports 3,037 new #COVID19 cases, 3,167
recoveries/discharges/migrations and 40 deaths today. The total cases in the state rise to 2,82,752 including 2,50,613 recoveries/discharges/migrations and 5,401 deaths. Active cases stand at 26,738: Delhi Govt pic.twitter.com/CHbxSkFndL— ANI (@ANI) October 1, 2020
বিকেল ৫.৩৫: অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৭৫১ জন।
Andhra Pradesh reported 6,751 new #COVID19 cases, 7,297 recoveries & 41 deaths in the last 24 hours, taking total positive cases to 7,00,235, including 6,36,508 recoveries, 57,858 active cases & 5,869 deaths: State Health Department, Government of Andhra Pradesh pic.twitter.com/h5JnF9XSqY
— ANI (@ANI) October 1, 2020
বিকেল ৫.৩১: ক্ষমতার অপব্যবহার আইপিএস অফিসারের এক দেহরক্ষীর। পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর জানায় করোনা আক্রান্ত আইপিএস অফিসারের দেহরক্ষী। দেহরক্ষী অসুস্থ অবস্থায় কর্মস্থল থেকে বাড়িতে ফিরে স্বাস্থ্য কর্মী ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার ঘটনাটি তেহট্ট থানার মৃগী গ্রামে।
বিকেল ৫.০৫: কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব আহমেদ প্যাটেল করোনা আক্রান্ত। তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন।
বিকেল ৪.৪০: ১৪ অক্টোবর থেকে ধাপে ধাপে স্কুল খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রককে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
বিকেল ৪.১৭: পাঞ্জাবের হাসপাতালে তকল অক্সিজেন সরবরাহ নিয়ে অভিযোগ উঠছিল। এবার সেদিনকে নজর দিতে রাজ্য ও জেলাভিত্তিক টাস্কফোর্স গঠনের নির্দেশ দিল প্রশাসন।
To augment the supply & distribution of oxygen, Punjab Govt has set up state and district level task force to ensure that there is no shortfall: Punjab Government
— ANI (@ANI) October 1, 2020
দুপুর ৩.৪০: ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতোর করোনা আক্রান্ত। নিশ্বাসে কষ্ট শুরু হতেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।
দুপুর ৩.২০: এক সপ্তাহেই লড়াই শেষ। প্রাণঘাতী করোনায় মৃত্যু হাওড়া হাসপাতালের নার্সিং সুপার প্রণীতা দাসের। গত শুক্রবার অসুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
দুপুর ৩.০৬: কবে স্কুল খুলছে কর্ণাটকে? এখনও সিদ্ধান্ত নিতে পারল না সরকার। শিক্ষাবিদ এবং অভিভাবকদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন স্কুলশিক্ষা দপ্তরের মন্ত্রী এস সুরেশ কুমার।
In Karnataka, we haven’t decided on which date schools can be reopened. We are in the process of consultation with stakeholders in the education field. Our decision will be based on students health & parents concern: S Suresh Kumar,Karnataka Primary & Secondary Education Minister pic.twitter.com/kytpQIy9sk
— ANI (@ANI) October 1, 2020
দুপুর ২.৪৩: কর্ণাটকের ধারবাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য আনা হল তরল অক্সিজেনের ট্যাঙ্ক। এতে ৬ কিলোলিটার তরল অক্সিজেন রয়েছে বলে দাবি চিকিৎসকদের। কোভিড চিকিৎসায় এটি অতি গুরুত্বপূর্ণ উপাদান।
Karnataka: A 6 Kilolitre liquid Oxygen tank has been installed at Civil Hospital, Dharwad, for #COVID19 patients
“From now supply will be from here. Earlier, 80-90 cylinders were required daily. Filling this tank suffices 1 week’s requirements,” says Nitesh K Patil, DC, Dharwad pic.twitter.com/ZlSQPHHx6e
— ANI (@ANI) October 1, 2020
দুপুর ২.২৯: দিল্লির ২৫ শতাংশ নাগরিকের দেহে ইতিমধ্যে করোনার বিরুদ্ধে অ্যন্টিবডি তৈরি হয়েছে। সেরো সার্েবতে এমনই রিপোর্ট মিলেছে।
দুপুর ২.১৫: ১০ হাজারেরও বেশি সিআরপিএফ জওয়ান করোনা আক্রান্ত। যদিও সুস্থতার হার ৮৫ শতাংশ।
বেলা ১.০৯: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত ২১ জন।
Himachal Pradesh reports 21 new #COVID19 cases, 218 cured cases & 6 deaths since 9 pm bulletin yesterday. Total positive cases in the state stand at 14,997, including 11,588 recoveries, 187 deaths and 3,197 active cases: State Health Department, Govt of Himachal Pradesh pic.twitter.com/FocJ4zbmHh
— ANI (@ANI) October 1, 2020
বেলা ১২.৪২: পুদুচেরিতে একদিনে করোনা আক্রান্ত ৪৮৯ জন। মৃত্যু হয়েছে চারজনের।
বেলা ১২.২০: ওড়িশায় একদিনে করোনা আক্রান্তের চেয়ে সুস্থতা বেশি।
3,615 new #COVID19 cases, 4,219 recoveries & 17 deaths reported in Odisha yesterday. The total number of cases rose to 2,22,734 including 1,85,700 recoveries, 36,122 active cases and 859 deaths: State Health Department
— ANI (@ANI) October 1, 2020
বেলা ১১.৪৫: স্বরাষ্ট্র মন্ত্রকের নিজসেব গাইডলাইনস থাকার পরও এত সংখ্যক মানুষকে নিয়ে কীভাবে নমস্তে ট্রাম্পের আয়োজন করা হয়েছিল, তা জানতে তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত ভূষণ। সেই আরজি খারিজ হয়ে গেল।
বেলা ১১.২০: থানেতে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২ হাজার জন।
বেলা ১১.০০: লকডাউনে বাতিল হওয়া বিমানের টাকা ফেরত সংক্রান্ত ডিজিসিএ-র প্রস্তাব মেনে নিল সুপ্রিম কোর্ট। ক্রেডিট সেলের মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দেওযা হবে।
Supreme Court approves Director General of Civil Aviation’s (DGCA) recommendations on refund of passengers’ tickets of flights, cancelled due to lockdown, through credit shells. pic.twitter.com/OTUIIxhlMb
— ANI (@ANI) October 1, 2020
সকাল ১০.৪৫: মহামারী পরিস্থিতিকে ঢাল করে শিল্পকারখানার শ্রমিকদের ওভারটাইমের টাকা না দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল গুজরাট সরকার। সেই বিজ্ঞপ্তি খারিজ করল সুপ্রিম কোর্ট।
সকাল ১০.২৩: মহামারী পরিস্থিতিতেই আজ থেকে বাংলায় শুরু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা।
সকাল ৯.২৮: একদিনে দেশে করোনা আক্রান্ত ৮৬ হাজার ৮২১ জন। মৃত্যু হয়ছে ১ হাজার ১৮১ জন।
India’s #COVID19 tally crosses 63-lakh mark with a spike of 86,821 new cases & 1,181 deaths reported in last 24 hours.
Total case tally stands at 63,12,585 including 9,40,705 active cases, 52,73,202 cured/discharged/migrated & 98,678 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/uIBUSidrCu
— ANI (@ANI) October 1, 2020
সকাল ৯.০০: দেশে একদিনে করোন পরীক্ষা করা হয়েছে ১৪ লক্ষ ২৩ হাজর ৫২ টি।
A total of 7,56,19,781 samples tested up to 30th September, for #COVID19. Of these, 14,23,052 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/mGH3jJNbkm
— ANI (@ANI) October 1, 2020
সকাল ৮.৩০: মার্কিন নির্বাচনের আগে বাজারে আসবে না মডর্নার করোনা প্রতিষেধক। দাবি গবেষণায়।
সকাল ৮.২০: ভয়াবহ সেপ্টেম্বর। চলতি মাসে গোটা বিশ্বের মোট করোনা আক্রান্তের ৪১ শতাংশ রয়েছে ভারতে। ৩৪ শতাংশ মৃত্যুর সাক্ষী থেকেছে ভারত।
সকাল ৮.১২: হাইড্রক্সি-ক্লোরোকুইন করোনা চিকিৎসায় কোনও ইতিবাচক প্রভাব ফেলেনি। জানাল গবেষণা।
সকাল ৮.১০: নিউ ইয়র্কে চলতি মাসে করোনা পরীক্ষার ৩ শতাংশ বেড়েছে।
সকাল ৮.০০: গরীব দেশগুলিতে করোনার টিকা পৌঁছে দিতে ১০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য করবে জার্মানি। জানালেন চ্যান্সেলার অ্যাঞ্জেলো মর্কেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.