Advertisement
Advertisement

Breaking News

করোনা

করোনা আক্রান্ত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি

হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

Congress Leader Abhishek Manu Singhvi Tests Positive For COVID-19
Published by: Paramita Paul
  • Posted:June 26, 2020 6:10 pm
  • Updated:June 26, 2020 6:48 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার করোনার থাবা রাজ্যসভায়। কোভিড (Covid-19) আক্রান্ত হলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। বৃহস্পতিবার রাতে তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট আসে।  মৃদু উপসর্গ থাকায় তাঁকে আপাতত বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ৯ জুলাই অবধি তিনি হোম আইসোলেশনে থাকবেন। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় একাধিক কংগ্রেস নেতা করোনা আক্রান্ত হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় গুজরাটের এক বিধায়ক-সহ তিন কংগ্রেস নেতা করোনা আক্রান্ত হয়েছেন। দিন কয়েক আগেই সেই রাজ্যে রাজ্যসভা নির্বাচন ছিল। সেখানে প্রার্থী হয়েছিলেন ভারতসিনহ সোলাঙ্কি। নির্বাচনের ২৪ ঘণ্টার পরই জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর সংস্পর্শে আসায় আরও তিনজন আক্রান্ত হন।

Advertisement

[আরও পড়ুন : ১৫ জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা, আনলক ২.০-তে কোন ক্ষেত্রে মিলতে পারে ছাড়?]

রাজনীতির অলিন্দেও থাবা বসিয়েছে করোনা। চলতি মাসেই খবর মেলে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া করোনা আক্রান্ত হয়েছে। সংক্রমিত হয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। এদিকে দিল্লিতে আপের একাধিক মন্ত্রী বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। পরে রিপোর্ট আসে তিনি করোনা সংক্রমিত। আপাতত তিনি সুস্থ ঈছেন বলেই খবর। প্লাজমা ফেরাপির পর শুক্রবারই বাড়ি ফিরছেন তিনি। আরও তিন বিধায়ক আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এবার কংগ্রেসের সাংসদ তথা বর্ষীয়ান আইজীবী অভিষেক মনু সিঙভি করোনা আক্রান্ত হলেন। 

[আরও পড়ুন : ২ বছর ধরে ডাল লেক সাফাইয়ের সম্মান, কাশ্মীরি কন্যার গল্প এবার পাঠ্যবইয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement