Advertisement
Advertisement

সম্পত্তি গোপন রাখার দায়ে ৫৬ কোটি টাকা জরিমানা অভিষেক মনু সিংভির

সম্পত্তি লুকিয়ে রাখার ফলেই কড়া জরিমানার মুখে পড়েন তিনি৷

Congress leader Abhishek Manu Singhvi faces Rs 57 crore penalty by Income Tax
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 7:02 pm
  • Updated:November 15, 2016 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোহাই দিয়েছিলেন পোকায় সব ভাউচার খেয়ে নিয়েছে৷ তাই হিসেব দেখাতে পারছেন না৷ কিন্তু এ সাফাই শুনতে নারাজ আয়কর দফতর৷ এমনকী সেটলমেন্ট কমিশনও৷ আর তাই শেষরক্ষা হল না কংগ্রেস নেতা তথা দলীয় মুখপাত্র অভিষেক মনু সিংভির৷ ব্যক্তিগত সম্পত্তি গোপন রাখার দায়ে ৫৬.৬৭ কোটি জরিমানা হল তাঁর৷

গত তিন বছরে নিজের যে পরিমাণ সম্পত্তি ঘোষণা করেছিলেন তিনি, তাতে সন্তুষ্ট ছিল না আয়কর দফতর৷ কিন্তু একরকম লুকোচুরিই চলছিল এ বিষয়ে৷ আয়করের হাত থেকে বাঁচতে কমিশনের দ্বারস্থ হন নেতা৷ কিন্তু যে কারণ তিনি দেখিয়েছিলেন, তাতে মোটেও সন্তুষ্ট নয় কমিশন৷ ফলে তাঁর ঘোষিত সম্পত্তির পরে আরও ৯১.৯৫ কোটি টাকার সম্পত্তি যোগ হয়৷ আর এই সম্পত্তি লুকিয়ে রাখার ফলেই কড়া জরিমানার মুখে পড়েন তিনি৷

Advertisement

আয়কর দফতরের হাত থেকে বাঁচতে নিজেই কমিশনের দ্বারস্থ হয়েছিলেন সিংভি৷ তাঁর দাবি, পেশায় আইনজীবী হিসেবে শীর্ষ করদাতাদের মধ্যে তিনি অন্যতম৷ তাঁর ফার্মের কর্মচারীদের জন্য তিনি বেশ কয়েকটি ল্যাপটপ কিনেছিলেন৷ সেগুলির দাম নিয়ে ধন্দ ছিল৷ এর জন্য মোট খরচেরও কোনও সন্তোষজনক ব্যাখ্যা ছিল না সিংভির কাছেই৷ সেখানেই রহস্য লুকিয়ে ছিল৷ এছাড়া তাঁর কোম্পানির জন্য সোলার প্যানেল কেনার জন্যও যে অর্থ ব্যয় করা হয়েছিল বলে জানান তিনি, সে ব্যাপারেও সন্তুষ্ট ছিল না কমিশন৷ খরচের হিসেব না দিতে পারার কারণ হিসেবেই পোকায় নথিপত্র নষ্ট করেছে বলে জানানো হয়৷ কিন্তু এ সাফাই শোনেনি কমিশন৷ ফলে ঘোর বিপাকে পড়লেন কংগ্রেস নেতা৷ যদিও তাঁকে ফাঁসানো হয়েছেই বলে দাবি কংগ্রেসের মুখপাত্রের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement