Advertisement
Advertisement

‘এখনও বলছি, কংগ্রেস কার্যকরী বিরোধীর ভূমিকায় ব্যর্থ’, ফের বিস্ফোরক কপিল সিব্বল

গান্ধীদের বিরুদ্ধে সরাসরি জেহাদের পথে বর্ষীয়ান নেতা?

Congress is not effective opposition at the moment says Kapil Sibal |Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:November 21, 2020 10:49 am
  • Updated:November 21, 2020 10:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেছেন তিনি। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতার একের পর এক আক্রমণেও দমছেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল (Kapil Sibal)। তাঁর দাবি, এই মুহূর্তে দেশের কার্যকরী বিরোধী দল হিসেবে ব্যর্থ কংগ্রেস (Congress)। আর কংগ্রেস যতদিন না মানুষের কাছে পৌঁছে গিয়ে নিজেদের নীতি আদর্শের কথা তুলে ধরবে, ততদিন এই দলের পুনরুত্থান সম্ভব নয়।

কংগ্রেসের অন্দরে বিদ্রোহের আঁচ অনেক দিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল। বিহার ভোটের (Bihar Election 2020) অনেক আগেই দলের ২৩ জন প্রথম সারির নেতা শীর্ষ নেতৃত্বে বদলের দাবিতে সোনিয়াকে (Sonia Gandhi) চিঠি লিখেছিলেন। সে নিয়ে জলঘোলা হয় বিস্তর। তারপর বিহার নির্বাচনের হতশ্রী ফলাফল সেই সুপ্ত বিদ্রোহের আগুনে ঘৃতাহুতি দিয়েছে। প্রকাশ্যেই দলের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন সিব্বলের মতো বর্ষীয়ান নেতা। তাঁর সাফ কথা, হারাটাই অভ্যেসে পরিণত হয়েছে কংগ্রেসের। দলের শীর্ষনেতারা নির্বাচনে এ হেন হারের পরও নির্বিকার। সিব্বলের নিশানা সরাসরি ছিল গান্ধী পরিবারের দিকে। যার জেরে সলমন খুরশিদ, অধীর চৌধুরির মতো নেতারা পালটা তোপও দেগেছেন তাঁকে। অধীর তো সরাসরি দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ারও পরামর্শ দিয়েছেন। কিন্তু তাতেও দমতে নারাজ সিব্বল। গতকাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেস এই মুহূর্তে বিরোধী হিসেবে কার্যকরীই নয়।

Advertisement

[আরও পড়ুন: দলের অন্তর্কলহ দূর করতে সোনিয়ার তিন নয়া কমিটি, রাখা হল কয়েকজন ‘‌বিক্ষুব্ধ’‌ নেতাকেও]

সিব্বলের কথায়,”একটা দলকে কী করে আমি কার্যকরী বিরোধী দল বলব? দলটার ১৮ মাস ধরে স্থায়ী কোনও সভাপতিই নেই। দল এত বড় ব্যবধানে হারার পরও সেটা নিয়ে কোনও আলোচনাই হল না।” সিব্বল অবশ্য এদিন খুব সচেতনভাবে রাহুল এবং সোনিয়াকে আক্রমণ করা থেকে বিরত থেকেছেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা বলছেন,”আমি রাহুলের (Rahul Gandhi) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি না। লোকে রাহুলের নেত্রত্বের উপর ভরসা করে। কিন্তু লড়াইটা দেশের অর্থনীতি এবং রাজনৈতিক আভিজাত্য বজায় রাখার লড়াই। আজ কংগ্রেস কর্মীরা বাড়ি থেকে বের হতে পারে না। বাড়ি থেকে বেরলে লোকে প্রশ্ন করে, তোমার দলটার কী হল? লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। আমি কাউকে চ্যালেঞ্জ করছি না। এটাও বলছি না রাতারাতি সব বদলে যাবে। আমাদের এখন মানুষের কাছে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে, কংগ্রেস কী।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement