Advertisement
Advertisement

Breaking News

বঙ্গে প্রধান বিরোধী দল হয়েই খুশি কংগ্রেস

ভরাডুবির দায়ভার থেকে রাহুল, সোনিয়ার ইমেজকে বাঁচাতে এদিনও মরিয়া চেষ্টা চালিয়েছেন আকবর রোডের তাবড় নেতারা৷

Congress Is Happy To Become West Bengal's Anti-Rulling Party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2016 9:43 am
  • Updated:May 20, 2016 9:43 am  

দেবশ্রী সিনহা: জোটের ভরাডুবি নিয়ে মাথাব্যথা নেই৷ পশ্চিমবঙ্গে দলের দ্বিতীয় স্থান পাওয়া নিয়েই আত্মহারা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব৷ পশ্চিমবঙ্গে ৪৪টি আসনে জিতে এবার প্রধান বিরোধী দল কংগ্রেস৷ রাজ্যের আম জনতাকে ধন্যবাদ জানিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরাজওয়ালার দাবি, ‘‘আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কৃতজ্ঞ৷ তারা আমাদের উপর বিশ্বাস রেখেছে এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আমাদের বেছে নিয়েছে৷” পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অভিনন্দন জানান তিনি৷ বিহার নির্বাচনে জোটের সফলতার পর কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী রাতারাতি জোট নির্বাচনে বিশ্বাসী হয়ে উঠেছিলেন৷ রাজ্য নির্বাচনে সেই জোটের ফল কীভাবে পুরোপুরি উল্টো হল সেই প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে গিয়েছে কংগ্রেস৷
শুধু পশ্চিমবঙ্গ নয়৷ মোট পাঁচ রাজ্যের খারাপ ফলাফল হওয়ার কারণ নিয়েই একেবারে মুখে কুলুপ এঁটেছে কংগ্রেস৷ কেরল ও অসমে সরকার হারিয়ে এই মুহুর্তে একেবারে কোণঠাসা হয়েছে দল৷ অসমে ১৫ বছরের রাজত্বে থাকা কংগ্রেসের অন্যতম শক্তিশালী মুখ তরুণ গগৈ প্রতিষ্ঠান বিরোধিতার ঝড়ে বিজেপির কাছে রীতিমতো পর্যুদস্ত৷ অন্যদিকে কেরলে দল পরাজিত হওয়ার সঙ্গে বহু জনপ্রিয় নেতা তথা উমেন চান্ডি মন্ত্রিসভার ডাকসাইটে অনেক সদস্যও গোহারান হেরেছেন৷ তামিলনাড়ুতে জোটসঙ্গী ডিএমকের সঙ্গে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল কংগ্রেস৷ তবে ফল প্রকাশের পর সে গুড়েও বালি৷ তবে কোনওরকমে ডিএমকের হাত ধরে কিছুটা হলেও পুদুচেরিতে জিতে মুখ রক্ষা করতে পেরেছে কংগ্রেস৷ নিজের টুইটারে টুইট করে এই পরাজয়ের কথা স্বীকার করে নিয়েছেন রাহুল গান্ধী৷ তাঁর কথায়, ‘‘আমরা জনগণের রায় মাথা পেতে নিচ্ছি৷”
অন্যদিকে ভরাডুবির দায়ভার থেকে রাহুল, সোনিয়ার ইমেজকে বাঁচাতে এদিনও মরিয়া চেষ্টা চালিয়েছেন আকবর রোডের তাবড় নেতারা৷ বরং হাইকম্যান্ডের ভাবমূর্তি অটুট রেখে এই হারকে সামগ্রিকভাবে দলীয় ব্যর্থতা হিসেবেই তুলে ধরতে চান তাঁরা৷ মুখপাত্র মুকুল ওয়াসনিক সাফ জানিয়ে দেন, আগামীদিনে দলের অন্দরে এই ফলাফলকে কেন্দ্র করে চুলচেরা বি‌শ্লেষণ হবে৷ কিছুটা আগ বাড়িয়েই কংগ্রেসের পিসি চাকো বলেন, “পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে রাহুলের দলের সর্বোচ্চ পদে উত্তরণ থমকে যাবে না৷ বরং শীঘ্রই তাঁকে দলের সর্বভারতীয় সভাপতি পদ দেওয়া হবে৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement