Advertisement
Advertisement
রাহুল গান্ধীর বিদেশযাত্রা

দুই রাজ্যে ভোটের মুখে ছুটি কাটাতে বিদেশে গেলেন রাহুল, ধন্দে দল

বিরোধীরাও কটাক্ষ করছেন রাহুলকে।

Congress has cleared the air on party leader Rahul Gandhi's Bangkok visit
Published by: Subhajit Mandal
  • Posted:October 6, 2019 6:39 pm
  • Updated:October 7, 2019 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী ‘ফুলটাইম’ রাজনীতিক নন। আংশিক সময়ের নেতা। ভোটের আগে আসেন, আবার ভোট ফুরোলে তাঁর দেখা মেলে না। প্রাক্তন কংগ্রেস সভাপতি সম্পর্কে বিরোধীরা অন্তত এমনটাই বলেন। বিরোধীদের এই অভিযোগ যে একেবারে অমূলক নয়, তা বারবার প্রমাণিত হয়েছে রাহুলের কার্যকলাপে। আরও একবার সেই অভিযোগ একপ্রকার নিজেই প্রমাণ করে দিলেন কংগ্রেস সাংসদ। দুই রাজ্যে ভোটের মুখে নেতাকর্মীদের ধন্দে ফেলে দিয়ে রাহুল চললেন বিদেশে। ছুটি কাটাতে।

[আরও পড়ুন: দশেরার আগে নাশকতার ছক বানচাল, কাশ্মীরে ধৃত জইশ জঙ্গি]

এর আগে একাধিকবার রাহুল গান্ধীর বিদেশযাত্রা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। মাঝে মাঝেই অজ্ঞাতবাসে চলে যান তিনি। তবে, সভাপতি হওয়ার পর বেশ কিছুদিন তাঁর বিদেশযাত্রায় বিরতি ছিল। সভাপতি থাকাকালীন বেশ মন দিয়েই কাজ সামলেছেন দলের। কিন্তু, রাহুলের সেই পরিশ্রম কাজে আসেনি। লোকসভায় ভরাডুবি হয়েছে কংগ্রেসের। ফলের পর হারের দায় নিয়ে সভাপতিত্ব ছেড়েছেন রাহুল। তারপর থেকে তিনি আবার রাজনীতিতে অনিয়মিত। দলের আর কোনও কর্মসূচিতে রাহুলকে দেখা যায়নি। নিজের সংসদীয় এলাকায় ওয়াইনড়ে মাঝে মাঝে দেখা মিলেছে তাঁরা। অন্য রাজ্যের বা জাতীয় ইস্যুতে তিনি টুইটারেই সরব হন। মাঠে নামেন না।

Advertisement

[আরও পড়ুন: বংশপরম্পরাই কাল হল কংগ্রেসের, বলছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি]

এসব নিয়ে দলের অন্দরেই অসন্তোষ দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে রাহুল আবার ছুটি কাটাতে চললেন কম্বোডিয়ায়। শুরুতে জানা যায়, রাহুল ব্যাংককে গিয়েছেন। কিন্তু পরে জানা গিয়েছে, তিনি কম্বোডিয়ায় গিয়েছেন। যা বিরক্ত করেছে দলেরই নেতামন্ত্রীদের। যদিও, কংগ্রেস নেতারা বলছেন, বিদেশ যাওয়াটা রাহুলের ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তি জীবনের সঙ্গে রাজনৈতিক জীবন ঘুলিয়ে ফেলা উচিত নয়। দুই রাজ্যে বিধানসভা নির্বাচনেও রাহুল প্রচারে নামবেন বলে জানিয়েছে কংগ্রেস। দলের তরফ থেকে দাবি করা হয়েছে, দশেরার পর আগামী ১১ অক্টোবর থেকে প্রচারে নামবেন তিনি। কিন্তু, রাহুলের এই আচরণ দলকে চরম অস্বস্তিতে ফেলেছে। বিরোধীরাও জোর আক্রমণ শানাচ্ছে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement