সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংসে বিজেপি ও আরএসএসের মতোই সমান হাত ছিল কংগ্রেসের। এক সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক অভিযোগ আসাদউদ্দিন ওয়েইসির। হায়দরাবাদের সাংসদের আরও দাবি, কংগ্রেসও বিজেপির মতোই হিন্দুত্ববাদী।
কিন্তু কেন এমন কথা বললেন তিনি? ওয়েইসিকে বলতে শোনা গিয়েছে, ”কংগ্রেস নেতা কমল নাথের মন্তব্য দেখেছি। আমি বলতে চাই বাবরি মসজিদ ধ্বংসে বিজেপি, আরএসএসের মতোই হাত ছিল কংগ্রেসের। কমল নাথের মন্তব্য আবারও সেটাই প্রমাণ করে দিল। কংগ্রেস ও বিজেপি দুই দলই হিন্দুত্ববাদী। আমাদের আশা, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানুয়ারির অনুষ্ঠানে (রাম মন্দিরের উদ্বোধন) নিয়ে যাবেন। ওঁরা একেবারে রাম-শ্যামের মতো জুটি।”
কিন্তু কমল নাথ কী বলেছিলেন, যা ওয়েইসিকে ক্ষুব্ধ করেছে? আসলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ”রাম মন্দির কোনও দল বা ব্যক্তির নয়। দেশের প্রতিটি নাগরিকের। বিজেপি রাম মন্দিরকে নিজেদের সম্পত্তি হিসেবে দেখে। ওরা ক্ষমতায় আছে। ওরাই বানিয়েছে। কিন্তু ওরা নিজেদের টাকায় বানায়নি। বানিয়েছে সরকারের টাকায়।” সেই সঙ্গেই তিনি বলেন, ”রাজীব গান্ধীই একসময় বাবরি মসজিদ চত্বরে অবস্থিত রাম মন্দিরের তালা খুলেছিলেন। এই ইতিহাস ভোলার নয়।” এর পরই তিনি বলেন, ”যে দেশের আশি শতাংশ মানুষ হিন্দু, সেদেশকে হিন্দু রাষ্ট্র বলতেই হবে।” তাঁর এমন মন্তব্যের পালটা দিতেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল ওয়েইসিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.