সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে রুখতে কি ফের একজোট হতে চলেছে সমাজবাদী পার্টি (Samajwadi Party) এবং কংগ্রেস? দিনকয়েক আগেও এই সম্ভাবনা একেবারেই দেখা যাচ্ছিল না। কিন্তু শেষ কয়েক দিনে ছবিটা অনেকটা বদলেছে। উত্তরপ্রদেশের রাজনীতির পটভূমিতে নতুন করে সপা-কংগ্রেস এবং রাষ্ট্রীয় লোকদলের (RLD) জোটের জল্পনা শুরু হয়েছে।
कांग्रेस प्रतिज्ञा रैली, गोरखपुर।
जनता की हुंकार, परिवर्तन की बयार। pic.twitter.com/Jq6T4U1v3N— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 31, 2021
গত রবিবার আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। যোগী আদিত্যনাথের গড় গোরক্ষপুরে বিরাট জনসভা সেরে প্রিয়াঙ্কা যখন দিল্লিতে ফিরছিলেন তখনই জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। আরএলডি নেতাও সেসময় দিল্লিতেই যাচ্ছিলেন। বিমানবন্দরে বেশ কিছুক্ষণ উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। এরপর প্রিয়াঙ্কার বিশেষ চাটার্ড বিমানেই দিল্লি যান জয়ন্ত চৌধুরী এবং আরএলডির আর দুই নেতা।
भाजपा की राजनीति जनता को पीड़ा देने और जनता पर प्रहार करने की राजनीति है।
कांग्रेस पार्टी ने उप्र की जनता के लिए प्रगति और परिवर्तन की प्रतिज्ञाएं की हैं।
20 लाख सरकारी नौकरियां, किसानों का कर्ज माफ, गेहूं-धान का दाम 2500 और गन्ने का 400, 10 लाख तक मुफ्त इलाज… pic.twitter.com/NzV8tql7MQ
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 31, 2021
আরএলডির এক নেতার দাবি, এই সাক্ষাতের পিছনে রাজনীতির কিছু নেই। জয়ন্ত চৌধুরীর সঙ্গে প্রিয়াঙ্কার এই দেখা নেহাতই কাকতালীয় এবং সৌজন্য সাক্ষাৎ। এর মধ্যে বিশেষ জল্পনার জায়গা নেই। তবে, ওই একই সময় চৌধুরী চরণ সিং বিমানবন্দরে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও (Akhilesh Yadav) ছিলেন বলে কেউ কেউ দাবি করছেন। যা কিনা জল্পনা আরও বাড়াচ্ছে। বস্তুত, জয়ন্ত চৌধুরীর দল আরএলডির সঙ্গে সমাজবাদী পার্টির জোট ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে। সরকারি ঘোষণাও হয়ে গিয়েছে। তারপরও প্রিয়াঙ্কার সঙ্গে এত দীর্ঘ আলোচনা কীসের জয়ন্ত চৌধুরীর? তবে কি তিনি অখিলেশ এবং প্রিয়াঙ্কার মধ্যে ‘পিস মেকারের’ কাজ করছেন? প্রশ্ন রাজনৈতিক মহলের।
বস্তুত, অখিলেশ আগেই ঘোষণা করেছেন, এবারের নির্বাচনে বড় কোনও দলের সঙ্গে তিনি জোট করবেন না। ২০১৭ এবং ২০১৯ সালে কংগ্রেস এবং বসপার সঙ্গে জোটের অভিজ্ঞতা একেবারেই ভাল নয় তাঁর। তাই এবার শুধু ছোট দলের সঙ্গেই জোট করতে চান তিনি। তাছাড়া, বিহারে কংগ্রেস (Congress) মহাজোটকে ডুবিয়েছে। তাই তিনি আর ‘ভুল’ করতে চান না। কিন্তু গত কয়েকদিনে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে প্রচারে ঝড় তুলছেন, তাতে সমীকরণ কিছুটা পালটেছে। কংগ্রেসের জনসমর্থন কিছুটা হলেও বাড়াতে পেরেছেন প্রিয়াঙ্কা। সেকারণেই নতুন করে কংগ্রেসের কথা ভাবতে পারে সপা, দাবি সূত্রের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.