Advertisement
Advertisement

কর্ণাটকে পুরভোটে বিজেপিকে টপকে শীর্ষে কংগ্রেস

ভোটে আলাদা আলাদা লড়েছিল কংগ্রেস ও জেডিএস।

Congress gains maximum ground in Karnataka civic polls
Published by: Subhajit Mandal
  • Posted:September 3, 2018 2:05 pm
  • Updated:September 3, 2018 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে নিজের শক্ত ঘাঁটিতেও জমি হারানোর ইঙ্গিত বিজেপির। সম্প্রতি বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েও সরকার গড়তে পারেনি গেরুয়া শিবির। এবার পুরসভা নির্বাচনেও হারের মুখই দেখতে হচ্ছে তাদের। পুর নির্বাচনগুলিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে বিজেপি এবং তৃতীয় স্থানে নেমে এসেছে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর দল জেডি(এস)।

[মোদির আমলে দেশে কমেছে জাতিগত হিংসা, দায় এড়িয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর]

সম্প্রতি কর্ণাটকজুড়ে মোট ২ হাজার ২৬৭ টি পুরসভার আসনে ভোটগ্রহণ হয়েছিল। তাতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। কংগ্রেসের দখলে গিয়েছে ৯৮২টি আসন। একসময় শহরাঞ্চলে বিপুল ক্ষমতাশালী থাকা বিজেপি এবারে নেমে এসেছে দ্বিতীয় স্থানে। তাদের দখলে গিয়েছে ৯২৯টি আসন। রাজ্যে ক্ষমতাসীন জনতা দল (সেকুলার)-এর দখলে গিয়েছে ৩৭৫টি আসন। নির্দল প্রার্থীরা জিতেছেন ৩৭৫টি আসনে। এবারের নির্বাচনে আলাদ আলাদা লড়েছিল দুই জোটসঙ্গী কংগ্রেস এবং জেডিএস। তবে, কোনও পুর এলাকায় বোর্ড ত্রিশঙ্কু হলে দুই দল একে অপরের সমর্থনে বোর্ড গঠন করবে সে ইঙ্গিত আগেই মিলেছে। ফলে, মোট ১০০টি পুরসভা এবং পুরনিগমের বেশিরভাগ এলাকায় কংগ্রেস-জেডিএস জোটই সরকার গড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে, বিজেপির জন্য সুখবর এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার শিমোগা এলাকা থেকে। সেখানে দুটি পুরসভার দুটিই দখল করতে চলেছে গেরুয়া শিবির।  গত ২৯ আগস্ট এই ১০০টি স্বশাসিত সংস্থায় নির্বাচন হয়েছিল। এবারে নির্বাচনে রেকর্ড ৬৭ শতাংশ ভোট পড়ে।

Advertisement

[‘আশীর্বাদ ‌যাত্রা’য় উত্তেজনা, হামলার মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান]

কর্ণাটকের শহরাঞ্চলগুলি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও এই এলাকাগুলিতে ভাল ফল করে গেরুয়া শিবির। কিন্তু বিধানসভার কয়েক মাসের মধ্যে আয়োজিত পুর নির্বাচনের এই খারাপ ফল লোকসভার আগে চিন্তায় রাখবে গেরুয়া শিবিরকে। অন্যদিকে, কংগ্রেস তথা বিরোধী জোট এই ফলাফলে আরও চাঙ্গা হয়ে উঠবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement