সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রদেশে। শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। আর সেই তালিকায় রয়েছে বিক্রম মস্তালের নাম। তিনি টিভিতে আনন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’-এর হনুমান চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে।
জানা যাচ্ছে, বুধনি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন শিবরাজ। আর সেখানে তাঁর বিরুদ্ধে হাত শিবিরের মনোনয় পেলেন বিক্রম। এই বছরের জুলাইয়েই তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তাঁর যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। বুধনি শিবরাজের ‘দুর্গ’। গতবার তিনি এখানে জিতেছিলেন ৫৮ হাজার ৯৯৯ ভোটে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা অরুণ যাদবের মতো প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ২৩০ আসনের মধ্যে প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে হাত শিবির। কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ কমল নাথ প্রত্যাশিতভাবেই লড়বেন ছিন্দওয়াড়া থেকে। রাজ্যের আর এক প্রভাবশালী নেতা দিগ্বিজয় সিং নিজের প্রার্থী হননি। তবে তাঁর ভাই এবং ছেলে দু’জনেই টিকিট পেয়েছেন। রাজ্যের আরেক প্রভাবশালী নেতা জিতু পাটওয়ারিকে রাউ কেন্দ্র থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির।
তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে ৬৫ শতাংশেরই বয়স পঞ্চাশের নিচে। তাঁদের মধ্যে ৩৯ জন ওবিসি, ৩০ জন তফসিলি জাতি ও ২২ জন তফসিলি উপজাতির প্রতিনিধি। রয়েছেন একজন মুসলিম ও ১৯ জন মহিলা প্রার্থী। এদিকে বিজেপিও ২৩০ জনের মধ্যে ১৩৬ জনের নাম ঘোষণা করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.