Advertisement
Advertisement

Breaking News

Congress

‘টাকা নেই, ভোটে লড়ব কীভাবে’, বলছেন আয়কর হানায় জেরবার কংগ্রেস সভাপতি

নির্বাচনী বন্ডের হাজার কোটি টাকা প্রকাশ্যে আনছে না বিজেপি, তোপ মল্লিকার্জুন খাড়গের।

Congress Don't Have Money To Spend Says Mallikarjun Kharge

রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। ফাইল ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:March 14, 2024 9:19 am
  • Updated:March 14, 2024 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে অর্থিক সংকটে জেরবার কংগ্রেস (Congress)। দলের প্রচার ও অন্যান্য খরচ নিয়ে চিন্তায় শীর্ষ নেতৃত্ব। বুধবার আর্থিক সমস্যা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। অভিযোগ করেন, যে ব্যাঙ্কে জনতার দেওয়া অনুদান জমা ছিল, সেটিকে ফ্রিজ করে দিয়েছে বিজেপি (BJP) পরিচালিত এনডিএ সরকার। এমনকী বিশাল অঙ্কের জরিমানা করেছে আয়কর দপ্তর।

গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের (Congress) প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। এর পর গত ২১ ফেব্রুয়ারি কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেন, আয়কর দপ্তর (IT) নিয়ম-বহির্ভূত ভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। এর বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদনও করেছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু চূড়ান্ত রায়ে জানায়, কংগ্রেসের যে কর বকেয়া আছে, সেটা দিতেই হবে। এমনকী আরও প্রায় ৭০ কোটি টাকা আয়কর দপ্তরের কাছে বকেয়া হাত শিবিরের। এখন ওই টাকা লোকসভার আগে মেটাতে হলে বিরাট ধাক্কা খাবে কংগ্রেস। এই অবস্থায় দিল্লি হাই কোর্টে আয়কর ট্রাইব্যুনালের বিরুদ্ধে মামলা করেছে কংগ্রেস।

Advertisement

 

[আরও পড়ুন: ১০ দিনেই ‘ইউ টার্ন’! ভোটে লড়বেন ‘ললিপপ’ গায়ক পবন সিং, আসানসোলেই প্রার্থী? জোর জল্পনা]

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে নিশানা করেন কংগ্রেস সভাপতি খাড়গে। দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা লোকসভা নির্বাচনে কংগ্রেসের পাশে শক্তিশালী হয়ে দাঁড়ান। দেশের সংবিধান ও গণতন্ত্রকে “বাচানোর” জন্য দলের জয় নিশ্চিত করুন। পাশাপাশি আয়কর বিভাগকে কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি। খাড়গে বলেন, ‘অন্যদিকে ওরা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা হাজার হাজার কোটি টাকা প্রকাশ্যে আনতে নারাজ।’

 

[আরও পড়ুন: স্বস্তি দিল না হাই কোর্টও, মেটাতেই হবে ১০৫ কোটি, লোকসভার আগে বিপাকে কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement