Advertisement
Advertisement
Congress-AAP

দ্বিতীয় জোট বৈঠকের আগে আপের পাশে কংগ্রেস, অধ্যাদেশ নিয়ে কেজরিওয়ালদের সমর্থন

বিরোধী জোটের বৈঠকে অশান্তির এড়াতেই এই সিদ্ধান্ত, মনে করছে রাজনৈতিক মহল।

Congress decides to support AAP in Lok Sabha in ordinace issue | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 15, 2023 8:09 pm
  • Updated:July 15, 2023 8:11 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: দিল্লির (Delhi) প্রশাসনিক ক্ষমতা নিজেদের হাতে রাখতে যে অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র, তার বিরোধিতায় কেজরিওয়ালদের পাশে থাকারই সিদ্ধান্ত নিল কংগ্রেস। শনিবার সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাসভবনে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে আপকে সমর্থনের সিদ্ধান্ত নিল দল।

এই বিষয়ে কংগ্রেস (Congress) সাংসদ জয়রাম রমেশ জানান, ”মোদি সরকার যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ করছে, তার বিরোধিতা করবে কংগ্রেস। ফলে আপনাদের বুঝে নিতে হবে কংগ্রেসের অবস্থান কী।” এই অধ্যাদেশ (Ordinance)নিয়ে বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির দ্বন্দ্ব চলছিল। দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দেখা করে পাশে থাকার আবেদন জানালেও কংগ্রেস তাঁদের অবস্থান স্পষ্ট করেছিল না।

Advertisement

[আরও পড়ুন: বাংলাকে শান্ত করার আশ্বাস দিয়েছেন শাহ, দিল্লি থেকে ফিরেই জানালেন সুকান্ত]

বিষয়টি নিয়ে পাটনায় বিরোধী জোটের বৈঠকে কার্যত মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান কেজরিওয়াল। কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি। এবার ১৭ ও ১৮ জুলাই জোটের দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকে হাজির থাকবেন সোনিয়া গান্ধী। তিনি চাইছিলেন না অধ্যাদেশ নিয়ে ফের অশান্তির পরিবেশ তৈরি হোক।

[আরও পড়ুন: Panchayat Election: ‘নো ভোট টু মমতা বলে ভাঙড়ের দরজা খুলুন, আসব’, নওশাদকে বার্তা শুভেন্দুর]

তাই বেঙ্গালুরু বৈঠকের আগেই সংসদীয় দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জোটের বৈঠকের আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইতিবাচক বার্তা দিতেই সোনিয়ার এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া পড়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দলের সাত শীর্ষ নেতাকে নিয়ে কমিটি গঠন করল কংগ্রেস। সাত সদস্যের কমিটিতে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, অভিষেক মনু সিংভি, মণীশ তিওয়ারিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement