স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: না থেকেও কংগ্রেস (Congress) কর্মসমিতির বৈঠকে জোরালো উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার ‘ইন্ডিয়া’ বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রীর আসন সমঝোতা নিয়ে বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে এদিন কংগ্রেসের সর্বোচ্চ কমিটিকে খরচ করতে হল অনেকখানি সময়। ঠিক হয়েছে, চলতি মাসেই তৈরি করা হবে স্ক্রিনিং কমিটি। চলতি সপ্তাহেই তৈরি হয়ে যাবে ম্যানিফেস্টো কমিটি। ইতিমধ্যেই ২৩টি রাজ্যের প্রদেশ কমিটির সঙ্গে হয়ে গিয়েছে আলোচনা। বাকিগুলির সঙ্গেও বৈঠক করা হবে দ্রুত। একই সঙ্গে ‘ইন্ডিয়া’-র (INDIA alliance) শরিক দলগুলির সঙ্গে আলোচনার জন্য তৈরি হওয়া পাঁচ সদস্যের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটিকেও কাজে গতি আনার নির্দেশ হওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ (Rahul Gandhi) ৭৬ জন সদস্য মিলে এদিন প্রায় চারঘণ্টা আলোচনা করেন সম্প্রতি হওয়া পাঁচ রাজ্যের নির্বাচন, আগামী লোকসভা নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। কর্মসমিতির স্থায়ী সদস্যদের সঙ্গে ছিলেন স্থায়ী আমন্ত্রিত সদস্য ও বিশেষ আমন্ত্রিত সদস্যরাও। সর্বসম্মতভাবে ঠিক হয়েছে বিজেপি শাসন থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে অবিলম্বে ঝাঁপিয়ে পড়তে হবে। এর জন্য তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য শরিক দলগুলির দাবি মেনে আসন সমঝোতার জট খোলার কাজে যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড।
২৮ ডিসেম্বর দলের ১৩৮তম প্রতিষ্ঠা দিবসে নাগপুরের ‘হ্যায় তৈয়ার হাম’ কর্মসূচি থেকেই সেই কাজ শুরু করে ফেলতে চাইছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। কর্মসমিতির সদস্য-সহ প্রত্যেক সিনিয়র নেতৃত্বকে সেখানে থাকার কথা বলা হয়েছে। বৈঠকে রাহুল গান্ধীকে দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা দ্রুত শুরু করার অনুরোধ করেন সভাপতি খাড়গে। জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর কাছে এই নিয়ে অনুরোধ আসছে।
সূত্রের খবর, রামমন্দিরকে হাতিয়ার করে আগামী বছরের শুরু থেকেই দেশজুড়ে শুরু হতে চলা বিজেপির হিন্দুত্বের হাতিয়ারের পাল্টা যাত্রাকেই অবলম্বন করতে চাইছে কংগ্রেস। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, “দেশ বিজেপির হাত থেকে পরিত্রাণ চাইছে। ১৪৬ সাংসদকে সাসপেন্ড করে ওরা এক দলীয়, স্বৈরাচারি শাসকের পরিচয় দিচ্ছে। বিজেপিকে ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতেই হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.