Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘কংগ্রেসের কাছে উত্তর-পূর্ব রাজ্যগুলি এটিএম, আমাদের কাছে লক্ষ্মী’, নাগাল্যান্ডে খোঁচা মোদির

ভোটের আগে নাগাল্যান্ডের জনসভায় প্রধানমন্ত্রী।

Congress consider the 8 states of the Northeast as ATMs, Says PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 24, 2023 12:29 pm
  • Updated:February 24, 2023 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে এটিএম হিসেবে ব্যবহার করত কংগ্রেস (Congress)। নাগাল্যান্ডের মতো রাজ্যকে দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চালাত শতাব্দীপ্রাচীন দলটি। এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগামী সোমবার বিধানসভা নির্বাচন নাগাল্যান্ডে। তার আগে ডিমাপুরে এক জনসভায় এভাবেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তাঁকে।

এনডিপিপির সঙ্গে জোট বেঁধে এবারের নির্বাচনে লড়ছে বিজেপি (BJP)। এদিন জনসভার আগে তাঁকে সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। এরপরই সভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রসকে কাঠগ়ডায় তুলে মোদি বলেন, ”দিল্লিতে বসে থাকা কংগ্রেস নেতারা নাগাল্যান্ডের দিকে কোনও দিন ফিরেও তাকাননি। রাজ্যের উন্নতিকে কখনও গুরুত্ব দেননি। দিল্লি থেকেই রিমোটে নাগাল্যান্ডের (Nagaland) সরকার চালাতেন তাঁরা। দিল্লি থেকে ডিমাপুর, পারিবারিক রাজনীতিই করে কংগ্রেস।”

Advertisement

[আরও পড়ুন: ২১ বছর বয়সি উঠতি মডেলের সঙ্গে হোটেলে রাত কাটালেন লিওনার্দো ডি ক্য়াপ্রিও! ভাইরাল ছবি]

পাশাপাশি নাগাল্যান্ডে বিজেপির মন্ত্র হতে চলেছে ‘শান্তি, অগ্রগতি, উন্নতি’। তাঁর কথায়, ”এই কারণেই রাজ্যের মানুষের কাছে বিজেপির প্রতি বিশ্বাস বাড়ছে। আজ নাগাল্যান্ডের হাজার হাজার পরিবার বিনামূল্যে রেশন পাচ্ছে কেন্দ্রের কাছ থেকে। এটা হচ্ছে কেননা আমরা কংগ্রেসের মতো উত্তর-পূর্বের ৮টি রাজ্যকে এটিএম ভেবে বসিনি। আমাদের কাছে এই ৮টি রাজ্য অষ্টলক্ষ্মী।”

[আরও পড়ুন: ‘জমি বা কমিটি দরকার?’, ভাষা বিতর্কে শুভাপ্রসন্নকে ফের খোঁচা কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement