Advertisement
Advertisement

Breaking News

মোদি জাপান গেলেই নোটবন্দি করেন! নয়া তত্ত্ব খুঁজে বের করলেন কংগ্রেসের খাড়গে

কী বলতে চাইছেন কংগ্রেস সভাপতি?

Congress chief Kharge links PM Modi’s ‘Japan trips’ with ‘note ban’
Published by: Subhajit Mandal
  • Posted:May 20, 2023 6:43 pm
  • Updated:May 20, 2023 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাপান সফরের সংযোগ খুঁজে পেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি বলছেন, প্রধানমন্ত্রী যখনই জাপান যান, তখনই নোটবন্দি করেন। এর নেপথ্যে কোনও রহস্য আছে বলেই ইঙ্গিত খাড়গের।

শুক্রবার রাতেই ২০০০ টাকার সব নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র। তারপরই মোদি উড়ে গিয়েছেন জাপান সফরে। কেন্দ্রের এই নোট বাতিলের সিদ্ধান্তকে আরও একটা ‘নোটবন্দি’ (Note Ban) বলে দেগে দিয়ে খাড়গে বলছেন,”মোদি আরও একটা নতুন নির্দেশনামা দিয়েছে। উনি একটা করে নোটবন্দি করেন, আর দেশ ছেড়ে চলে যান।”

Advertisement

[আরও পড়ুন: ফের কর্ণাটকের কুরসিতে সিদ্দারামাইয়া, ডেপুটি শিবকুমার, বেঙ্গালুরুর স্টেডিয়ামে নিলেন শপথ]

কংগ্রেস (Congress) সভাপতি বলছেন, “শেষবার প্রধানমন্ত্রী যখন জাপান গিয়েছিলেন সেবার ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়েছিল। আর এবার ২ হাজার টাকার নোট বাতিল হল। প্রধানমন্ত্রী আগে যেভাবে নোটবন্দি করেছিলেন, এবারও সেভাবে করলেন। একবার ভাবেনও না এতে দেশের ভাল হবে, না খারাপ। খালি মানুষকে ভোগান্তির মুখে ফেলে দেন।”

[আরও পড়ুন: দু’হাজারের নোট ‘বন্দি’ ঘোষণার পরই রাজস্থানের সরকারি দপ্তর থেকে উদ্ধার আড়াই কোটি!]

বস্তুত, সাত বছর আগে ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ নভেম্বর তিনি চলে যান জাপান। আবার এবারে ২ হাজার টাকার নোট বাতিল হওয়ার পরদিনই তিনি চলে গেলেন জাপান। সেদিক থেকে দেখতে গেলে খাড়গের বক্তব্যের সারবত্তা আছে। তবে, এই সংযোগের মাধ্যমে কংগ্রেস সভাপতি ঠিক বোঝাতে চাইছেন, সেটা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement