Advertisement
Advertisement
PM Modi

‘মোদি বিষাক্ত সাপ, চাটলেই মৃত্যু’, খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে

পরে অবশ্য তিনি জানিয়েছেন, 'ব্যক্তি' মোদিকে তিনি এমনটা বলতে চাননি।

Congress chief Kharge calls PM Modi 'poisonous snake'। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 27, 2023 8:37 pm
  • Updated:April 27, 2023 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘রাবণ’ বলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। এবার তাঁকে ‘বিষাক্ত সাপ’ বললেন তিনি। পরে অবশ্য ঢোঁক গিলতে হয় তাঁকে। কিন্তু ভোটমুখী কর্ণাটকে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে রাজনৈতিক মহলে।

ঠিক কী বলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা? তাঁর কথায়, ”প্রধানমন্ত্রী মোদি যেন ‘বিষাক্ত সাপ’। আপনি হয়তো ভাবছেন উনি বিষাক্ত নাকি বিষাক্ত নন। কিন্তু চেটে দিলেই আপনি মারা যাবেন।” পরে অবশ্য তিনি কার্যতই ঢোঁক গেলেন। জানিয়ে দেন, তিনি মোদিকে নিয়ে কথাটা বলতে চাননি। খাড়গে বলেন, ”এটা মোদিকে নিয়ে নয়। আমি আসলে বলতে চেয়েছি বিজেপির মতাদর্শ একটা সাপের মতো। আমি ব্যক্তি মোদিকে কিছু বলিনি। ওঁদের আদর্শকে সাপের সঙ্গে তুলনা করে বলেছি আপনি স্পর্শ করতে গেলেই মৃত্যু অবধারিত।”

Advertisement

[আরও পড়ুন: সিপিএমের তহবিলে দান, ডাক বিভাগে বাম সংগঠনের স্বীকৃতিই বাতিল]

কিন্তু তিনি পরে একথা বললেও বিজেপি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। গেরুয়া শিবিরের মতে, মোদিকে নিয়ে সোনিয়া গান্ধীর করা ‘মৃত্যুর সওদাগর’ মন্তব্যের থেকেও এটা খারাপ মন্তব্য। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর খাড়গেকে পালটা খোঁচা দিয়ে বলেছেন, ”কংগ্রেস মল্লিকার্জুন খাড়গেকে দলীয় সভাপতি বানালেও কেউ ওঁকে মানে না। আর তাই তিনি ভেবেছেন এমন একটা বিবৃতি দেওয়া যাক, যেটা সোনিয়া গান্ধীর মন্তব্যটার চেয়েও খারাপ।” ”কংগ্রেস যে কর্ণাটকে হারের মুখে বেপরোয়া হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে”, খোঁচা দিয়েছেন অমিত মালব্যও।

[আরও পড়ুন: ভোটপ্রচারে উসকানিমূলক মন্তব্য! খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে FIR কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement