Advertisement
Advertisement

Breaking News

উর্মিলা মাতণ্ডকর

বায়োপিক নিয়ে খোঁচা, উর্মিলাকে আক্রমণ সেলুলয়েডের মোদির

‘মোদিকে নিয়ে মজার ছবি করুন’, নির্মাতাদের পরামর্শ উর্মিলার৷

Congress candidate Urmila Matondkar attacks PM Narendra Modi
Published by: Sayani Sen
  • Posted:April 19, 2019 3:18 pm
  • Updated:April 19, 2019 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু থেকে বারবারই বিতর্কে জড়িয়েছেন সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ ‘পিএম নরেন্দ্র মোদি’কে নিয়ে বিরোধীদের আক্রমণের সুর ক্রমশই চড়ছে৷ সেই তালিকায় নিজের নাম জুড়লেন কংগ্রেসের তারকা প্রার্থী উর্মিলা মাতণ্ডকর৷ বায়োপিক নিয়েই এবার সরাসরি মোদিকে খোঁচা দিলেন তিনি৷

[আরও পড়ুন: থানায় ঢুকে যুবককে চড়, বিতর্কে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎকিশোর]

ভোট ঘোষণার পর ‘রঙ্গিলা’ গার্ল যোগ দিয়েছিলেন কংগ্রেসে৷ রাহুল গান্ধীর হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছিলেন তিনি৷ রাজনীতির ময়দানে আনকোরা হলেও, তাঁর গ্ল্যামারকে হাতিয়ার করে ভোট বৈতরণী পেরোনোর আশায় কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে৷ দলের সিদ্ধান্তেই মুম্বই(উত্তর) কেন্দ্র থেকে এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন উর্মিলা মাতণ্ডকর৷ দুঁদে রাজনীতিক গোপাল শেট্টির বিরুদ্ধে লড়াই তাঁর৷ তাই রীতিমতো কোমর বেঁধে লেগেছেন তারকা প্রার্থী৷ সময় যত গড়াচ্ছে, ততই চড়ছে আক্রমণের মাত্রা৷

Advertisement

URMILA

এবার বাগযুদ্ধে সরাসরি তাঁর টার্গেট নরেন্দ্র মোদি৷ বায়োপিক প্রসঙ্গে মোদিকে খোঁচা দিয়ে উর্মিলা বলেন, ‘‘বায়োপিকে নরেন্দ্র মোদির জীবনী নয়৷ বায়োপিক হিসাবে যা তৈরি হয়েছে তা গণতন্ত্র, আর্থিক সংকট নিয়ে পরোক্ষে মজা করা ছাড়া আর কিছুই নয়৷’’ উর্মিলা আরও বলেন,‘‘৫৬ ইঞ্চির ছাতি বলে যিনি গর্ব করেন, তিনি দেশের জন্য কিছুই করতে পারেননি৷ মোদিকে নিয়ে কোনও মজার ছবি তৈরি করা প্রয়োজন৷ ওই ছবিতে তাঁর অপূরণীয় প্রতিশ্রুতিগুলি তুলে ধরা উচিত৷’’ সাংবাদিক বৈঠক নিয়েও মোদিকে খোঁচা দিয়েছেন কংগ্রেসের তারকা প্রার্থী৷ তিনি বলেন, ‘‘একজন প্রধানমন্ত্রী হয়েও মোদি গত পাঁচ বছরে একটিও সাংবাদিক বৈঠক করেননি৷ গণতন্ত্রে এর চেয়ে বেশি খারাপ আর কী-ই বা হতে পারে?’’

[ আরও পড়ুন: গুজরাটে জনসভার মঞ্চে চড় খেলেন হার্দিক প্যাটেল, হতভম্ব কংগ্রেস নেতা]

নির্বাচন কমিশনের দাবি, ‘পিএম নরেন্দ্র মোদি’ ভোটারদের প্রভাবিত করবে৷ তাই আপাতত স্থগিত ছবির মুক্তি৷ কমিশনের এই সিদ্ধান্তে রীতিমতো বিরক্ত বিবেক ওবেরয়৷ তার উপর আবার উর্মিলার খোঁচাকে মোটেও ভাল চোখে দেখছেন না মোদি অনুরাগী৷ উর্মিলাকে জবাব দিতে গিয়ে বিবেক বলেন, ‘‘কেন আমরা রাহুল গান্ধীর বায়োপিক তৈরি করব? দেশের জন্য উনি কী করেছেন?’’  বলিউডের দুই সেলিব্রিটি তথা রাজনৈতিক ময়দানে নেমে পড়া হেভিওয়েট উর্মিলা-বিবেকের মধ্যে বাগযুদ্ধের ঝাঁজ ক্রমশই চড়ছে৷ তবে এ বিষয়ে গেরুয়া শিবির একেবারেই মুখে কুলুপ এঁটেছে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement