Advertisement
Advertisement

বাড়িতে পুলিশের তল্লাশি রুখতে আত্মহত্যার চেষ্টা কংগ্রেস নেতার

টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ ছিল ওই নেতার বিরুদ্ধে।

Congress candidate attempts suicide
Published by: Subhajit Mandal
  • Posted:November 27, 2018 5:22 pm
  • Updated:November 27, 2018 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটারদের মধ্যে অবাধে টাকা ছড়াচ্ছেন কংগ্রেস প্রার্থী। অভিযোগ পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। গিয়েছিলেন নির্বাচন কমিশনের নির্দেশে। কিন্তু কংগ্রেস নেতার বাড়িতে ঢুকতেই পারলেন না তাঁরা। বাড়িতে ঢুকলেই নিজের গায়ে আগুন লাগিয়ে দেব, হুমকি দিলেন কংগ্রেস প্রার্থী। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁকে হেনস্তা করা হচ্ছে। কংগ্রেস প্রার্থীর এই হুমকির মুখে শেষ পর্যন্ত পিছু হটতে হল পুলিশকে। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হল না। তবে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়।

[বিজেপির প্রশ্নের জবাব, নিজের গোত্র জানিয়ে দিলেন ‘ব্রাহ্মণ’ রাহুল]

তেলেঙ্গানায় আসন্ন নির্বাচনে কংগ্রেসের টিকিট পেয়েছেন ভান্তেরু প্রতাপ রেড্ডি। তাও আবার খোদ মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে লড়ছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘরের মাঠে তাঁকে হারানো সত্যিই কঠিন। কিন্তু কংগ্রেস প্রার্থী ভান্তেরু প্রতাপ রেড্ডির দাবি, তিনি কে চন্দ্রশেখর রাওকে কড়া চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছে প্রশাসন। আসলে দিন দুই আগে তেলেঙ্গানার গাজোল বিধানসভা কেন্দ্রে রেড্ডির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছিল। থানায় অভিযোগটি করে বিরোধী শিবির। সেই অভিযোগের ভিত্তিতে রেড্ডির বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। কিন্তু পুলিশ এলে সদলবলে তাদের বাধা দেন খোদ রেড্ডি। তাঁর অভিযোগ, তল্লাশির নামে তাঁকে এবং তাঁর কর্মীদের হেনস্তা করা হচ্ছে। তিনিও মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করছেন, কেসিআরের বাংলোতেও অভিযান চালাক পুলিশ।

Advertisement

[যুদ্ধের জন্য তৈরি ভারত, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন ‘ক্যাপ্টেন’]

কিন্তু রেড্ডির সেই দাবি খারিজ করে দিয়েছেন স্থানীয় পুলিশ কমিশনার শৈলজা। তিনি জানিয়েছেন, রেড্ডির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল। সূত্র মারফত তথ্য পেয়েই তাঁরা অভিযানে এসেছিলেন। কিন্তু তাদের কাজে বাধা দেওয়া হয়। বাড়িতে ঢুকলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেবেন বলেও হুমকি দেন রেড্ডি। এমনকী গায়ে পেট্রল ঢালতেও উদ্যত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। পুলিশ আধিকারিকরাই তাঁকে নিরস্ত করে। এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়। যদিও, তাঁর বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement