Advertisement
Advertisement

জ্বালানির মূল্যবৃদ্ধির জের, সোমবার ভারত বনধের ডাক কংগ্রেসের

কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রধান বিরোধী দলের।

Congress calls for Bharat Bandh on rising fuel prices
Published by: Tanujit Das
  • Posted:September 7, 2018 1:50 pm
  • Updated:September 7, 2018 1:50 pm  

সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: রাফালে চুক্তি নিয়ে একেই ব্যাকফুটে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ গোদের উপর বিষফোড়ার মতো এবার তাতে যুক্ত হয়েছে জ্বালানির মাত্রা ছাড়া মূল্যবৃদ্ধি৷ আর একে হাতিয়ার করেই দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস৷ আগামী সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রের প্রধান বিরোধী দল৷

[মেয়েদের অপহরণ! বিজেপি বিধায়কের জিভ ছিঁড়ে আনলেই পুরস্কার ৫ লক্ষ]

Advertisement

দলের এই সিদ্ধান্ত ঘোষণায় কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা৷ অভিযোগ করেন, জ্বালানির দাম বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষকে লুট করতে চাইছে বিজেপি৷ দেশের সর্বনাশ করতে চাইছে তাঁরা৷ দাবি জানান, পেট্রল-ডিজেলকে শীঘ্রই জিএসটি-র আওতায় আনার এবং আবগারি শুল্ক কমানোর৷ অন্যান্য বিরোধী দলগুলিকেও এই বনধে শামিল হতে অনুরোধ করেন তিনি৷ সূত্রের খবর, কংগ্রেসের বনধকে সমর্থন জানাতে পারে বামেরা৷ তাঁরাও কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে নামতে পারে৷

[অপ্রতিরোধ্য ভারত, মহাকাশ থেকে এবার নজরদারি চিন ও পাকিস্তানের উপর]

২০১৪-র আগে বিজেপি ছিল বিরোধী আসনে৷ কেন্দ্রের ক্ষমতায় তখন কংগ্রেস৷ তখন বিভিন্ন সময়ে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তৎকালীন শাসকদলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে৷ ২০১৪-র নির্বাচনে জিতে রাজধানীর মসনদে বসেছে বিজেপি৷ ক্ষমতায় এসেই পেট্রল-ডিজেলের উপর থেকে সরকারের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে তারা৷ পদ্ম শিবিরের পূর্ববর্তী বিরোধিতার ভিডিওকেই এবার তাদের বিরুদ্ধেই হাতিয়ার করেছে কংগ্রেস৷ টুইটারে সেই সময়ের ভিডিও আপলোড করে রাহুল গান্ধীর দল দেখিয়েছে, মোদির দল তখন কীভাবে সরকারকে বেকায়দায় ফেলত৷ যদিও সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই জ্বালানির দামবৃদ্ধি নিয়ে সাফাই দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জন্যই ভারতীয় বাজারে জ্বালানির দাম বেড়েছে৷ কিন্তু এই রাজনৈতিক তরজায় কোনও মনেই মিটছে না সাধারণ মানুষের দুর্ভোগ৷ প্রতিদিন তা বেড়েই চলেছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement