Advertisement
Advertisement

Breaking News

কর্ণাটকে হারের মুখে পড়ে সেই ইভিএম কারচুপির ‘ভূত’ দেখছে কংগ্রেস

অন্যদিকে গেরুয়া শিবিরে চলছে মিষ্টিমুখ।

Congress blames EVM for Karnataka poll debacle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2018 12:21 pm
  • Updated:August 21, 2018 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের গড়েই জোর ধাক্কা। কংগ্রেস বোধহয় দুঃস্বপ্নেও এমন বিপর্যয় কল্পনা করতে পারেনি। করলে কর্ণাটক নির্বাচনে জেডিএস-এর সঙ্গে জোট করেই প্রতিদ্বন্দ্বিতায় নামত। ভোট গণনার প্রাথমিক পর্বে যখন গেরুয়া ঝড়ের ইঙ্গিত স্পষ্ট, তখন সেই ইভিএম কারচুপির ‘ভূত’ই দেখছে শতাব্দীপ্রাচীন দলটি।

[  ‘কর্ণাটকে অন্যরকম ফল হতে পারত’, ফের বিরোধী জোটের পক্ষে সওয়াল মমতার ]

Advertisement

হারের অদৃষ্টলিখন স্পষ্ট জেনেই কংগ্রেস নেতা মোহন প্রকাশের বক্তব্য, “দেশে হেন কোনও দল নেই যারা ইভিএম নিয়ে প্রশ্ন তোলেনি। এমনকী বিজেপিও অতীতে সে প্রশ্ন করেছে। আমি তো প্রথম দিন থেকেই ইভিএম-এর বিরোধিতা করছি। সবাই যখন এই নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে ব্যালটে ভোট করাতে বিজেপির অসুবিধা কী ছিল?”

প্রশ্ন করলেন বটে, তবে এর উত্তরে এখন বোধহয় আর কাজের কাজ কিছু হবে না। কারণ ইতিমধ্যেই ইয়েদুরাপ্পা সরকারের পদধ্বনি শুনছে কন্নড়ভূম। আর যদি ভোল পালটে ফল অন্য কিছু হয়ও, তবে সরকার গড়তে হলে সেই জেডিএস-এরই হাত ধরতে হবে কংগ্রেসকে। ফলে ‘গ্রান্ড ওল্ড পার্টি’র সাংগঠনিক দুর্বলতা বেশ স্পষ্ট। আরও পরিষ্কার সদ্য সভাপতি হওয়া রাহুল গান্ধীর রাজনৈতিক অদূরদর্শিতা। ত্রিপুরার পর কর্ণাটকও একই ভুলে হারতে চলেছেন তিনি। যা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বিরোধী শক্তি এক হলে এই ফল অন্যরকম হতেই পারত।

[  কর্ণাটকে গেরুয়া ঝড়, সিদ্দা নয় মোদি-শাহ জুটিতেই আস্থা কন্নড়ভূমের ]

যদিও শুধু রাহুলের উপর দোষ চাপাতে নারাজ কংগ্রেসের একাংশ। তাঁদের দাবি, স্থানীয় নেতৃত্ব যদি নিজেদের ভূমিকা পালন করত, তাহলে এরকমটা হত না। রাহুল আপ্রাণ চেষ্টা করেছেন।

এদিকে কংগ্রেস যখন ইভিএম কারচুপির ভূত দেখছে, তখন উৎসবের মেজাজ গেরুয়া শিবিরে। কোথাও চলছে আবির খেলা। তো কোথাও মিষ্টিমুখের পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement