সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বলে আমায় দেখ, ও বলে আমায়। ভোটের বাজারে কার ধর্মের প্রতি টান বেশি, তা নিয়ে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে কংগ্রেস ও বিজেপি। আশ্চর্য হলেও এই হিন্দুত্ববাদের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে গিয়েছে কংগ্রেস। ক্ষমতায় এলে রামপথ গড়া হবে, রাজ্যজুড়ে গোশালা গড়া হবে এসব প্রতিশ্রুতির পর এবার রাহুল গান্ধীকে শিবভক্ত হিসেবে প্রতিষ্ঠিত করার মরিয়া চেষ্টা চালাচ্ছে মধ্যপ্রদেশ কংগ্রেস।
Madhya Pradesh: Posters and cutouts of Congress President Rahul Gandhi and other party leaders seen in Bhopal ahead of his roadshow in the city today pic.twitter.com/3sjkEkgd55
— ANI (@ANI) September 17, 2018
সম্প্রতি ৬০ কিলোমিটার পায়ে হেঁটে কৈলাস মানস সরোবর যাত্রা সেরেছেন কংগ্রেস সভাপতি। রাহুলের সেই মানস সরোবর যাত্রাকে হাতিয়ার করেই এবার ধর্মীয় তাস খেলা শুরু করে দিল কংগ্রেস। সোমবার ভোপালজুড়ে কংগ্রেসের বড় বড় হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে মানস সরোবরে জল ঢালছেন কংগ্রেস সভাপতি। পুরো পোস্টারটিই মানস সরোবরের আদলে তৈরি। আর তাতে লেখা ‘শিব ভক্ত’ রাহুল গান্ধী স্বাগতম। পোস্টারে রাহুল-সোনিয়ার পাশাপাশি, রাজ্যের সব বড় নেতাদেরও ছবি রয়েছে।
শুধু পোস্টার নয়, রাহুল কার্যকলাপেও রীতিমতো হিন্দু ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। গুজরাট, কর্ণাটকের পর মধ্যপ্রদেশেও নির্বাচনী প্রচার শুরুর আগে মন্দির দর্শন শুরু করেছেন কংগ্রেস সভাপতি। সোমবার ভোপালে রাহুলের মেগা রোড শো শুরুর আগেই তিনি স্থানীয় হিন্দু সন্তদের আশীর্বাদ নেন। আশীর্বাদ নেওয়ার পাশাপাশি কুমারী পুজোও করেন। রাহুলের মেগা ব়্যালিতে জনসমাগম চোখে পড়ার মতো ছিল। সভা শেষে দলীয় কর্মীদের কাছে রাহুল বিজেপি উৎখাতের মন্ত্র দেন কংগ্রেস সভাপতি। কিন্তু এসবের মধ্যেও এদিনের শিরোনাম হয়ে উঠে এল কংগ্রেসের হিন্দুত্ববাদী পোস্টার।
Congress President Rahul Gandhi holds ‘Sankalp Yatra’ in Madhya Pradesh’s Bhopal. pic.twitter.com/CBELLgnOpM
— ANI (@ANI) September 17, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.