Advertisement
Advertisement

কংগ্রেসের রেল অবরোধে চরম দুর্ভোগে বাংলার রেলযাত্রীরা

পুরী থেকে ফেরার পথে সমস্যায় বাঙালি পর্যটকরা৷

Congress bandh throws Odisha out of gear
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 4:25 pm
  • Updated:August 16, 2016 4:25 pm  

স্টাফ রিপোর্টার: ওড়িশায় কংগ্রেসের রেল অবরোধের জেরে মঙ্গলবার সকালে ওড়িশা থেকে হাওড়াগামী বহু ট্রেন আটকে পড়ল৷ নাজেহাল হলেন ট্রেনের অসংখ্য যাত্রী৷ এঁদের মধ্যে বেশিরভাগই পুরী থেকে ফেরা বাঙালি পর্যটক৷ পাশাপাশি হাওড়া থেকে ভুবনেশ্বর বা পুরীর উদ্দেশে যাওয়া যাত্রীরাও আজ সকালে চূড়ান্ত নাজেহাল হন৷ আজ ভোর চারটে থেকে ওড়িশায় কংগ্রেসের নেতা-কর্মীরা এই রেল অবরোধ শুরু করেন৷ রেল লাইনের উপর নেমে পড়ে অবরোধ শুরু করে কংগ্রেস৷

ছত্তিশগড়ে মহানদীর উপর ব্যারেজ তৈরি হচ্ছে৷ এর ফলে ওড়িশায় তীব্র পানীয় জলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা৷ এরই প্রতিবাদে ওড়িশার প্রতিটি স্টেশনে রেল অবরোধ শুরু করে কংগ্রেসের নেতা-কর্মীরা৷ ওড়িশায় ট্রেন চলাচল বন্ধ ও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে খবর৷ ওড়িশা থেকে হাওড়াগামী বহু ট্রেন আজ সকালে আটকে পড়ে৷ ওড়িশার জলেশ্বর ও বালেশ্বরে আটকে পড়ে ত্রিবান্দ্রম ভায়া হাওড়া-গুয়াহাটি এক্সপ্রেস৷ খুরদা রোডে আটকে পড়ে হাওড়াগামী জনশতাব্দী ও শতাব্দী এক্সপ্রেস৷ কংগ্রেসের অবরোধের জেরে শুধু হাওড়াগামী ট্রেনই নয়, প্রচুর আপ ট্রেনও এদিন আটকে পড়ে৷ আপ ফলকনামা, ধৌলি ও নন্দনকানন এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে৷

Advertisement

এই ঘটনায় ইস্ট কোস্ট রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালের দিকে কংগ্রেসের অবরোধ হলেও সকাল পৌনে ৯টা নাগাদ ৯০ শতাংশ স্টেশন থেকে অবরোধ উঠে গিয়েছে৷ রেল কর্তৃপক্ষের দাবি, হাওড়াগামী সমস্ত ট্রেন চলাচল শুরু হয়েছে৷ এদিকে এই রেল অবরোধের জেরে এদিন যাত্রীরা চূড়ান্ত নাজেহাল হন৷ তীব্র গরমে চরম অসুবিধার মধ্যে পড়েন যাত্রীরা৷ ট্রেনে জল ফুরিয়ে যায়৷ পানীয় জলের অভাবে কষ্টে পড়েন শিশু ও বয়স্করা৷ যাত্রীরা বিভিন্ন স্টেশনে নেমে রেল কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement