Advertisement
Advertisement

উত্তোলনের আগেই নামল তেরঙ্গা, বিরোধীদের কটাক্ষের মুখে অমিত শাহ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Congress attacked Amit Shah on National flag hosting
Published by: Tanujit Das
  • Posted:August 15, 2018 6:46 pm
  • Updated:August 15, 2018 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উত্তোলনের বদলে তেরঙ্গা নিচে নামিয়ে ফেলেন তিনি৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ টুইট বার্তায় ঘটনার সমালোচনা করে কংগ্রেস৷ অমিতকে কটাক্ষের সুরে বলে, যিনি পতাকা সামলাতে পারেন না, তিনি কীভাবে দেশ সামলাবেন।

[খুদে পড়ুয়াদের ধাক্কায় বেসামাল মোদি, দেখুন ভিডিও]

Advertisement

বুধবার সকালে দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন করতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। ‘ভারত মাতা কি জয়’, ‘জয় হিন্দ’ স্লোগানের মাঝে তেরঙ্গার দড়িতে টান দেন শাহ। আর তখনই ঘটে বিপত্তি৷ উপরে না উঠে সোজা নিচে নেমে আসে জাতীয় পতাকা। নিজেই পরিস্থিতি সামাল দেন অমিত শাহ৷ সঙ্গে সঙ্গে পতাকা ঠিক করে তা উত্তোলন করেন তিনি৷ এরপরেই বিষয়টি রাজনৈতিক মোড় নেয়৷ ঘটনার ভিডিও টুইট করে কংগ্রেস৷ সমালোচনায় মুখর হতে দেখা যায় তাঁদের৷ আরএসএসের পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জাতীয় পতাকার অসম্মান করেছে, বলেও অভিযোগ করে কংগ্রেস।

[মিষ্টির বিনিময়ে বুলেট, স্বাধীনতা দিবসে কাশ্মীরে বোমাবর্ষণ পাক সেনার]

কেবল, শাহই নয়৷ লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণেরও সমালোচনা করেছে কংগ্রেস৷ সমালোচনার সুরে রাহুল গান্ধীর দল জানিয়েছে, মোদির ভাষণে কোনও বিষয়বস্তুই ছিল না। একাধিক ইস্যু তুলে ধরে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেন, ‘নিজের শেষ ভাষণে সত্যি কথা বলতে পারতেন প্রধানমন্ত্রী। মনের কথা বলতে নাই বা পারলেন, কাজের কথা তো বলতে পারতেন। আচ্ছে দিন তো আর এল না, এবার সাচ্চে দিনের অপেক্ষায় রয়েছে গোটা দেশ।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement