Advertisement
Advertisement

Breaking News

ভোটের আগে ছত্তিশগড়ের বিবাদ মেটাল কংগ্রেস! উপমুখ্যমন্ত্রী হলেন ‘বাঘেল বিরোধী’ সিংদেও

এবার কি রাজস্থানের পালা?

Congress appoints T S Singh Deo as the deputy chief minister of Chhattisgarh | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 29, 2023 11:50 am
  • Updated:June 29, 2023 11:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে আর বাকি মাস ছয়েক। তার আগে ছত্তিশগড়ে দলের বিবাদ অনেকাংশে মিটিয়ে ফেলল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের (Bhupesh Baghel) বিরোধী হিসাবে পরিচিত টি এস সিংদেও-কে এবার উপমুখ্যমন্ত্রী পদে বসিয়ে দেওয়া হল। ফলে বিধানসভা নির্বাচনের আগে দলে ভাঙনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাতে আপাত বিরাম পড়ল।

২০১৮ সালে ছত্তিশগড়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। দল ক্ষমতায় ফেরার আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। সেসময় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ত্রিভুবনেশ্বর শরণ সিংদেও বা টি এস সিংদেও। কিন্তু শেষ মুহূর্তে রাহুল গান্ধীর ইচ্ছায় মুখ্যমন্ত্রী হন ভুপেশ বাঘেল। সেসময় ঠিক হয়েছিল আড়াই বছর পর টিএস সিংদেওকে (TS Singh Deo) মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু আড়াই বছর পরে সেই চুক্তি মানেননি বাঘেল। যার জেরে বিদ্রোহ শুরু করেন টি এস সিংদেও। একটা সময় তাঁর দল ছাড়ারও পরিস্থিতি তৈরি হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: বিচারপতিদের বিচার্য মামলায় বদল, মান্থার হাত থেকে সরছে পুলিশি মামলা]

সেই বিবাদে ইতি টানতে বুধবার দলের ছত্তিশগড়ের নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেন রাহুল গান্ধী (Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়গেরা। তাতে সিংদেও এবং বাঘেল দু’জনেই উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পর বুধবার রাতেই ঘোষণা করা হয় সিংদেও উপমুখ্যমন্ত্রী হবেন। সিংদেও নিজেও সুর খানিকটা নরম করে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন। যার অর্থ, আসন্ন বিধানসভা নির্বাচনে ফের বাঘেলের নেতৃত্বেই লড়বে কংগ্রেস (Congres)। হাত শিবিরের আশা, দলের বিবাদ মিটে যাওয়ায় ছত্তিশগড়ে দলের ভাল ফলের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।

[আরও পড়ুন: পঞ্চায়েতে রাম-বাম জোট নিয়ে অস্বস্তিতে সিপিএম, মহাজোটের কথা মানতে নারাজ সেলিম]

ছত্তিশগড়ের পর এবার রাহুল গান্ধীদের নজর রয়েছে রাজস্থানে। সেখানেও শচীন পাইলট এবং অশোক গেহলটের দ্বন্দ্ব কংগ্রেস নেতৃত্বের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে, ছত্তিশগড়ের ধাঁচে রাজস্থান নিয়েও একটি সমাধানসূত্র বের করতে পারে কংগ্রেস হাই কম্যান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement