Advertisement
Advertisement
Delhi Election

পথপ্রদর্শক মমতা, দিল্লির বাজি জিততে এবার ‘পেয়ারি দিদি’ কংগ্রেসের

ভোটে জিতলে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেবে কংগ্রেস সরকার।

Congress announce 'Pyari Didi Yojana' for Delhi Women
Published by: Amit Kumar Das
  • Posted:January 6, 2025 2:04 pm
  • Updated:January 6, 2025 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বাজি জিততে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করল কংগ্রেস। সোমবার হাত শিবিরের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হলে মহিলাদের জন্য মাসিক ২৫০০ টাকা ভাতা দেবে কংগ্রেস সরকার। নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পেয়ারি দিদি’ যোজনা।

দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেসের তরফে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে। তাঁর নেতৃত্বেই সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কংগ্রেস নেতা বলেন, “এবারের নির্বাচনে দিল্লিতে নিশ্চিত জয় পেতে চলেছে কংগ্রেস। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে জয়ের পর সরকার গঠন করেই আমরা মহিলাদের জন্য চালু করব নয়া প্রকল্প ‘পেয়ারি দিদি যোজনা’।। যেখানে প্রতিমাসে রাজ্যের মহিলাদের ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। যেমনটা আমরা কর্নাটকে চালু করেছি।”

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক ৫০০ টাকা দেওয়া হত প্রত্যেক মহিলার হাতে। তফসিলিদের জন্য সেই অঙ্কটা ছিল ১০০০ টাকা। গত বছরে সেই অঙ্ক বাড়িয়ে করা হয় ১০০০টাকা এবং তফসিলিদের জন্য ১২০০ টাকা। মমতার দেখানো পথ ধরে মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাতে সাফল্যও মিলেছে।

সেই পথে হেঁটে গত মাসেই দিল্লিতে ১৮ বছরের উর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করে আপ সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মহিলা সম্মান যোজনা’। শুধু তাই নয়, নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন কেজরি। আপ সুপ্রিমো ঘোষণা করেছেন, বিধানসভা নির্বাচনের পরে তাঁরা সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা করে দেওয়া হবে। নির্বাচনী লড়াইয়ে মহিলাদের মন পেতে এবার আপকে টক্কর দিয়ে নয়া প্রকল্পের ঘোষণা কংগ্রেসের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement