রাজনৈতিক ডিগবাজির পর নীতীশকে স্বাগত জানাতে বিহার বিজেপি তোড়জোড় শুরু করেছে।
সংবাদ প্রতদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। সূত্রের খবর, রবিবারই বিজেপিকে (BJP) সঙ্গী করে ফের বিহারের মসনদে বসতে চলেছেন তিনি। লোকসভা ভোটের আগে নীতীশের এই ভোলবদল তথা রঙবদলকে ‘গিরগিটি’র সঙ্গে তুলনা করছে কংগ্রেস। অন্যদিকে আরও একবার এনডিএ জোট সঙ্গী হওয়ায় স্বাগত জানাচ্ছে বিজেপি। যদিও বাংলার বিজেপি নেতা দিলীপ ঘোষ নীতীশকে কটাক্ষ করে জল্পনা উসকে দিলেন।
রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। বর্তমানে জলপাইগুড়িতে রয়েছেন কংগ্রেস নেতা। সেই সূত্রে এরাজ্যেই রয়েছেন কেন্দ্রীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। বলেন, “নীতিশ কুমার গিরগিটির মতো রঙ বদলান। পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার আগে দৃষ্টি ঘোরাবার জন্যই বিজেপির এই কৌশল।” আরও বলেন, “বিহারের মানুষ এই তঞ্চকতার জবাব দেবে।”
ইন্ডিয়া জোট গড়ার প্রধান উদ্যোক্তা ছিলেন নীতীশ, সেই তিনিই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন পাওয়ার পর সুর বদলে ফেলেছেন। রবিবার নীতীশ মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তোপ দাগেন, “দেশে এরকম অনেক নেতা আছেন, যাঁরা আয়া রাম, গয়া রাম।”
#WATCH | West Medinipur, West Bengal: On the current political situation in Bihar, BJP MP Dilip Ghosh says, “His (Nitish Kumar) political career is coming to an end. Whether he will join BJP or not, whether BJP will accept him or not, will be decided. We are just waiting to see… pic.twitter.com/mwm8Bp9tvn
— ANI (@ANI) January 28, 2024
রাজনৈতিক ডিগবাজির পর নীতীশকে স্বাগত জানাতে বিহার বিজেপি তোড়জোড় শুরু করেছে। এরই মধ্যে বঙ্গ বিজেপির এক সময়ের মুখ তথা সাংসদ দিলীপ ঘোষ বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন। মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “নীতীশ কুমার বিজেপিতে যোগ দেবেন কি দেবেন না। বিজেপি তাঁকে গ্রহণ করবে কি না, সেটা ঠিক করা হবে। তবে নীতীশ কুমারের রাজনৈতিক কেরিয়ার শেষ হতে চলেছে তা নিয়ে কোনও দ্বিধা নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.