সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম মহিলাদের তিন তালাকের বিরুদ্ধে শামিল হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তারই মধ্যে এবার তাঁর বিরুদ্ধে নারীকে অসম্মানের অভিযোগ আনল কংগ্রেস৷ বিরোধীদের দাবি, নিজের ওয়েবসাইটের একটি কলামে মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন আদিত্যনাথ৷ এর জন্য তাঁর ক্ষমা চাওয়ারও দাবি তোলা হয়েছে৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানানোর দাবিও করা হয়েছে৷
কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালার অভিযোগ, একটি কলামে আদিত্যনাথ নারী সমাজকে অসম্মান করেছেন৷ কলামে লেখা আছে, পুরুষরাই নারীদের রক্ষা করবে৷ নারীকে বেশি স্বাধীনতা দেওয়া একেবারেই উচিত নয়৷ পুরুষদের মতো শক্তিশালী, সাহসী এবং স্বাধীন হয়ে গেলে নারী ‘শয়তান’ হয়ে উঠবে৷ শুধু তাই নয়, মহিলাদের শক্তি বেড়ে গেলে তা ধ্বংস ডেকে আনে৷ এমন বিস্ফোরক কথা লেখা রয়েছে বলে জানান তিনি৷ মুখপাত্রের দাবি, এই মন্তব্যের মধ্যে দিয়েই আদিত্যনাথ তথা বিজেপি-র মহিলাবিরোধী মনোভাব স্পষ্ট ফুটে ওঠে৷
नारीशक्ति माँदुर्गा-काली भी है व झाँसी की रानीभी।आदित्यनाथजी अपमानजनक शब्द व मानसिकता त्यागें।क्या BJP इससे सहमत है?https://t.co/XyKwaIMvwH pic.twitter.com/nvcbDATM9W
— Randeep S Surjewala (@rssurjewala) April 17, 2017
তবে এই কথা কবে লেখা হয়েছিল অথবা কবে ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল, তার কোনও উল্লেখ করেননি কংগ্রেস মুখপাত্র৷ তাঁর মতে, নারী সমাজ নিয়ে একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এ ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ তাই আদিত্যনাথের ক্ষমা চাওয়া উচিত৷ ওয়েবসাইট থেকে আর্টিকেলটি মুছে ফেলারও দাবি জানান তিনি৷ পাশাপাশি প্রধানমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছেও তাঁর আর্জি, যোগীর এমন মন্তব্যের তীব্র নিন্দা করা হোক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.