সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে বন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানে যে অভব্য আচরণ হয়েছে, তার জন্য বিদেশমন্ত্রককে দায়ী করল কংগ্রেস। বুধবার মন্ত্রককে তীব্র ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, বিদেশমন্ত্রকের কূটনৈতিক ব্যর্থতার জন্যই পাকিস্তানে বন্দি এক ভারতীয় নাগরিকের পরিবারকে হেনস্তা করার সাহস পেয়েছে ইসলামাবাদ।
সোমবার কুলভূষণ যাদবের মা ও স্ত্রী কাচের আড়াল থেকে কুলভূষণকে একটিবার চোখের দেখা দেখেন। তাঁর বিরুদ্ধে ভারতের হয়ে পাকিস্তানে চরবৃত্তির অভিযোগ রয়েছে। পাক সেনার ‘সার্কাস’ আদালত তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছে। আন্তর্জাতিক আদালতের রায়ে চাপে পড়ে কার্যত বাধ্য হয়ে কুলভূষণের সঙ্গে তাঁর মা ও স্ত্রীকে দেখার সুযোগ দেয় পাকিস্তান। কিন্তু সেখানেও নিজেদের জাত চেনায় পাকিস্তান। কুলভূষণের সঙ্গে দেখা করার আগে দুই মহিলাকেই জুতো, হাতের চুড়ি, মঙ্গলসূত্র এমনকী কপালের টিপও খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়। পাক সাংবাদিকরা অকথ্য ভাষা প্রয়োগ করেন ওই দুই মহিলার বিরুদ্ধে।
Manner in which #KulbhushanJadhav‘s family was treated is inhuman. MEA should hv ensured what kind of protocol is arranged for family.It’s a diplomatic failure on the part of our MEA&country.EAM or PM should hv taken up the matter with their counterparts in Pak: V Moily, Congress pic.twitter.com/Puub0qs4YD
— ANI (@ANI) December 27, 2017
এই ঘটনারই তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস। জানিয়েছে, কুলভূষণ যাদবের পরিবারের সঙ্গে অমানবিক আচরণ করেছে পাকিস্তান। কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানে কী আচরণ হবে, এই নিয়ে আগে থেকেই স্বীকারোক্তি আদায় করে রাখা উচিত ছিল ভারতের। কুলভূষণের পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে ভারতের মুখ পুড়ল আন্তর্জাতিক মহলের সামনে, দাবি কংগ্রেসের। কংগ্রেস নেতা বীরাপ্পা মউলি বলেছেন, ‘বিদেশমন্ত্রক ও প্রধানমন্ত্রীর কূটনৈতিক ব্যর্থতার ফলে ভারতের মাথা হেঁট হয়ে গেল।’
Tomorrow I will be making a statement in the House on this issue : Union External Affairs Minister Sushma Swaraj in Lok Sabha #KulbhushanJadhav pic.twitter.com/l2T9TvQ2Fm
— ANI (@ANI) December 27, 2017
পাকিস্তানে বন্দি কুলভূষণের সঙ্গে যে আচরণ করেছে পাক সেনা, তার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে ভারতে। অনেকেই দাবি করেছেন, অবিলম্বে ভারতের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা ও কুলভূষণকে পাকিস্তান থেকে ছাড়িয়ে আনা। তবেই ভারতের কর্তৃত্ব প্রমাণিত হবে। নইলে পাকিস্তান এবারও ভারতকে ‘অপমান’ করে রেহাই পেয়ে যাবে। লোকসভাতে মল্লিকার্জুন খাড়গে মন্তব্য করেছেন, ‘কুলভূষণকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনা উচিত। তাঁর মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানে যে আচরণ হয়েছে, তা অমানবিক।’ তবে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে তিনি সংসদে নিজের বক্তব্য পেশ করবেন।
We condemn the way #KulbhushanJadhav ‘s mother and wife were treated in Pakistan. Kulbhushan Jadhav should be brought back to the country: Mallikarjun Kharge, Congress in Lok Sabha pic.twitter.com/DqhrzfTXra
— ANI (@ANI) December 27, 2017
দেখুন কুলভূষণের মা’কে লক্ষ্য করে কী অভব্য মন্তব্য করল পাক সাংবাদিকরা-
#WATCH Islamabad: Pakistani journalists heckle & harass #KulbhushanJadhav‘s mother & wife after their meeting with him, shout, ‘aapke patidev ne hazaron begunah Pakistaniyo ke khoon se Holi kheli ispar kya kahengi?’ & ‘aapke kya jazbaat hain apne kaatil bete se milne ke baad?’ pic.twitter.com/MUYjPmHY6F
— ANI (@ANI) December 26, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.