সংবাদ প্রতিদিন জিডিটাল ডেস্ক: ‘দলের নিয়ম মান্য করছেন না শত্রুঘ্ন সিনহা৷’৷ অভিনেতা তথা পাটনা সাহিবের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাঁরই দলের সদস্য আচার্য প্রমোদ কৃষ্ণন৷ অভিযোগ করলেন, দল বিজেপিত্যাগী শত্রুঘ্নকে যথাযথ সম্মান দিলেও৷ তার মর্যাদা রাখছেন না ‘বিহারী বাবু’ ৷
[ আরও পড়ুন: ফণীতে ঘর হারিয়ে শৌচাগারে ঠাঁই, প্রশাসনের সাহায্যের অপেক্ষায় পরিবার ]
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে লখনউয়ের কংগ্রেস প্রার্থী বলেন, ‘‘শত্রুঘ্ন সিনহার রোড শোতে যোগ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কারণ তিনি দলের ধর্ম পালন করেছেন৷ কিন্তু শত্রুঘ্ন সিনহা তা মানছেন না৷ ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে এই রাজনীতির উপর৷ তাই ওনার আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন৷’’ তবে এই প্রথম নয়, এর আগেও শত্রুঘ্নের বিরুদ্ধে মুখ খুলছেন কল্কি পীঠের এই প্রধান ধর্মগুরু৷ বর্ষীয়ান এই অভিনেতা, তাঁর স্ত্রী তথা লখনউয়ের সমাজবাদী পার্টির প্রার্থী পুনম সিনহার হয়ে প্রচার করায় শত্রুঘ্নকে একহাত নেন আচার্য প্রমোদ কৃষ্ণণ৷ তিনি জানান, ‘‘শত্রুঘ্ন সিনহা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব৷ তাই রাজনীতির নিয়মকানুন তাঁর জানা উচিত৷ উনি কংগ্রেস অফিসে একবারও এসেননি৷ কিন্তু সমাজবাদী পার্টির অফিসে গিয়েছেন৷ উনি এসপি-বিএসপি নেতাদের সুরেই কথা বলছেন৷ আমি এই বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনব৷’’ কৃষ্ণণের সমালোচনার উত্তরও দেন শত্রুঘ্ন সিনহা৷ তিনি জানান, বাড়ির অভিভাবক হিসাবে, পরিবার এবং স্ত্রীর পাশে থাকা তাঁর কর্তব্য৷ এবং সেই কাজটাই তিনি করেছেন৷
[ আরও পড়ুন: ‘দেশের আত্মাকে হত্যা করছেন সাধ্বী’, গডসে ইস্যুতে প্রজ্ঞাকে তোপ নোবেলজয়ী সত্যার্থীর ]
কংগ্রেস মহাজোটের সদস্য না হওয়ায় উত্তরপ্রদেশের লখনউ আসনে এবার ত্রিমুখী লড়াই হয়েছে৷ একদিকে বিজেপির তরফে লড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কংগ্রেসের প্রার্থী হয়েছেন আচার্য প্রমোদ কৃষ্ণণ৷ এবং মহাজোটের প্রার্থী হিসাবে লড়ছেন সমাজবাদী পার্টির পুনম সিনহা৷ যিনি আবার শত্রুঘ্ন সিনহার স্ত্রী৷স্ত্রী পুনমের হয়ে প্রচার করার জন্যই দলের প্রার্থীর তোপের মুখে পড়ছেন শত্রুঘ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.