Advertisement
Advertisement

Breaking News

শত্রুঘ্ন সিনহা

‘কংগ্রেসের নিয়ম মানছেন না শত্রুঘ্ন’, দলেরই প্রার্থী তোপ দাগলেন ‘বিহারী বাবু’কে

আরও দায়িত্ববান হওয়া উচিত শত্রুঘ্নর, মত লখনউ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর।

Cong Lucknow candidate Acharya Pramod slams Shatrughan Sinha
Published by: Tanujit Das
  • Posted:May 18, 2019 8:03 pm
  • Updated:May 18, 2019 8:03 pm  

সংবাদ প্রতিদিন জিডিটাল ডেস্ক: ‘দলের নিয়ম মান্য করছেন না শত্রুঘ্ন সিনহা৷’৷ অভিনেতা তথা পাটনা সাহিবের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন তাঁরই দলের সদস্য আচার্য প্রমোদ কৃষ্ণন৷ অভিযোগ করলেন, দল বিজেপিত্যাগী শত্রুঘ্নকে যথাযথ সম্মান দিলেও৷ তার মর্যাদা রাখছেন না ‘বিহারী বাবু’ ৷

[ আরও পড়ুন: ফণীতে ঘর হারিয়ে শৌচাগারে ঠাঁই, প্রশাসনের সাহায্যের অপেক্ষায় পরিবার ]

Advertisement

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে লখনউয়ের কংগ্রেস প্রার্থী বলেন, ‘‘শত্রুঘ্ন সিনহার রোড শোতে যোগ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কারণ তিনি দলের ধর্ম পালন করেছেন৷ কিন্তু শত্রুঘ্ন সিনহা তা মানছেন না৷ ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে এই রাজনীতির উপর৷ তাই ওনার আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন৷’’ তবে এই প্রথম নয়, এর আগেও শত্রুঘ্নের বিরুদ্ধে মুখ খুলছেন কল্কি পীঠের এই প্রধান ধর্মগুরু৷ বর্ষীয়ান এই অভিনেতা, তাঁর স্ত্রী তথা লখনউয়ের সমাজবাদী পার্টির প্রার্থী পুনম সিনহার হয়ে প্রচার করায় শত্রুঘ্নকে একহাত নেন আচার্য প্রমোদ কৃষ্ণণ৷ তিনি জানান, ‘‘শত্রুঘ্ন সিনহা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব৷ তাই রাজনীতির নিয়মকানুন তাঁর জানা উচিত৷ উনি কংগ্রেস অফিসে একবারও এসেননি৷ কিন্তু সমাজবাদী পার্টির অফিসে গিয়েছেন৷ উনি এসপি-বিএসপি নেতাদের সুরেই কথা বলছেন৷ আমি এই বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনব৷’’ কৃষ্ণণের সমালোচনার উত্তরও দেন শত্রুঘ্ন সিনহা৷ তিনি জানান, বাড়ির অভিভাবক হিসাবে, পরিবার এবং স্ত্রীর পাশে থাকা তাঁর কর্তব্য৷ এবং সেই কাজটাই তিনি করেছেন৷

[ আরও পড়ুন: ‘দেশের আত্মাকে হত্যা করছেন সাধ্বী’, গডসে ইস্যুতে প্রজ্ঞাকে তোপ নোবেলজয়ী সত্যার্থীর ]

কংগ্রেস মহাজোটের সদস্য না হওয়ায় উত্তরপ্রদেশের লখনউ আসনে এবার ত্রিমুখী লড়াই হয়েছে৷ একদিকে বিজেপির তরফে লড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কংগ্রেসের প্রার্থী হয়েছেন আচার্য প্রমোদ কৃষ্ণণ৷ এবং মহাজোটের প্রার্থী হিসাবে লড়ছেন সমাজবাদী পার্টির পুনম সিনহা৷ যিনি আবার শত্রুঘ্ন সিনহার স্ত্রী৷স্ত্রী পুনমের হয়ে প্রচার করার জন্যই দলের প্রার্থীর তোপের মুখে পড়ছেন শত্রুঘ্ন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement