Advertisement
Advertisement

রাহুল গান্ধীকে ‘অযোগ্য’ বলায় দল থেকে বহিষ্কৃত এই কংগ্রেস নেত্রী

দলের ব্যর্থতার সময় রাহুল সামনে আসছেন না কেন? প্রশ্ন তুলেছিলেন বর্খা শুক্লা সিং৷

Cong leader expelled for questioning Rahul Gandhi's ability to lead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 21, 2017 10:15 am
  • Updated:October 8, 2019 12:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাসকদল বিজেপির যত উত্থান হচ্ছে, ততই জাতীয় রাজনীতিতে পতন হচ্ছে কংগ্রেসের৷ সাম্প্রতিক পাঁচ রাজ্যের নির্বাচনে তা আরও স্পষ্ট হয়েছে৷ ভোটের নিরিখে দুই রাজ্যে এগিয়ে থেকেও সরকার গড়তে ব্যর্থ হয়েছে কংগ্রেস৷ আর এই ব্যর্থতার দায় কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধীর উপরই বর্তাচ্ছে৷ দলের অন্দরেই তৈরি হচ্ছে ক্ষোভ৷ অভিযোগ উঠছে, যে সময় দলের হাল আরও শক্ত করে ধরার কথা৷ সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার কথা৷ সেসময় দলের অধিকাংশ বৈঠকেই দেখা মিলছে না রাহুলের৷ কংগ্রেসের অন্দরমহলের এই কাজিয়া চরমে উঠেছে রাজধানী দিল্লিতেই৷ সৌজন্যে দিল্লির মহিলা কংগ্রেসের নেত্রী বরখা শুক্লা সিং৷ খোলা চিঠিতে রাহুল গান্ধীকে কংগ্রেস দলের নেতৃত্বের জন্য অযোগ্য বলে মন্তব্য করেছিলেন বর্খা৷ এই অপরাধেই দিল্লি কংগ্রেসের নেতৃত্বের পদ থেকে বরখাস্ত করল কংগ্রেস৷

[নিকৃষ্টমানের ওষুধ কম্বিফ্লেম ও ডি কোল্ড, জানাল ড্রাগ কন্ট্রোল]

Advertisement

এর আগে অবশ্য খোলা চিঠিতেই নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন বর্খা৷ নিজের চিঠিতে তিনি অভিযোগ করেন, দল যখন জনপ্রিয়তা হারাচ্ছে৷ একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে৷ তখন রাহুল গান্ধী কেন সামনে আসছেন না? কেন দলীয় বৈঠকে সামিল হচ্ছেন না? কেন তিনি দলের কর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না? দিল্লিতে রাহুল ঘনিষ্ঠ অজয় মাকেনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন বর্খা৷ তিনি বলেন নারী-পুরুষ নির্বিশেষে দলের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি৷ শুধু বরখা নন, অনেক মহিলা কর্মীদেরই এই অভিযোগ রয়েছে৷ তিনি শুধু প্রকাশ্যে বলার সাহস দেখাতে পেরেছেন৷

[‘ধর্মবিদ্বেষী’ মন্তব্য করার দায়ে পাকিস্তানে তিন বোনের হাতে খুন ব্যক্তি]

এই ঘটনার পরই দলবিরোধী কাজের অভিযোগে বরখা শুক্লা সিংকে৷ উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিং লাভলি ও প্রাক্তন যুব কংগ্রেসনেতা অমিত মালিক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ সামনেই দিল্লির পুর ভোট৷ তার আগেই এই দুই বিদ্রোহের ঘটনায় চিন্তিত কংগ্রেসের উপরমহল৷

[আসছে স্কাই-ট্যাক্সি, এবার যানজট ছাড়াই পৌঁছন গন্তব্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement