Advertisement
Advertisement
বাম-কংগ্রেস

‘বামেদের সঙ্গে যৌথ আন্দোলন করুন’, প্রদেশ কংগ্রেস নেতাদের নির্দেশ সোনিয়ার

লোকসভায় জোট হলে বিজেপি এত আসন পেত না, দাবি সোনিয়ার।

Conduct joint movements with the Left Front, Sonia tells WB leaders
Published by: Subhajit Mandal
  • Posted:October 12, 2019 11:32 am
  • Updated:October 12, 2019 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাম-কংগ্রেস জোটকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রদেশ নেতাদের সোনিয়া নির্দেশ দিলেন, বামেদের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামতে। শুক্রবার দিল্লিতে সোনিয়ার সঙ্গে দু’দফায় বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান। সোনিয়ার সঙ্গে তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং কংগ্রেসের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, কংগ্রেস সভানেত্রী মান্নানকে জানিয়ে দিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদলের বিরুদ্ধে লড়তে বামেদের সঙ্গে যৌথ আন্দোলনই একমাত্র উপায় কংগ্রেসের।

[আরও পড়ুন: বাড়ছে সিম বিক্রি! বিএসএনএল বন্ধের জল্পনায় ইতি টানলেন সংস্থার কর্তারা]

শুক্রবারের বৈঠক শেষে মান্নান জানান, “আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সোনিয়াজি নির্দেশ দিয়েছেন বামেদের সঙ্গে যৌথ আন্দোলনে নামতে। বাম-কংগ্রেস জোটের পক্ষে বৃহত্তর জনমত তৈরি করতে। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একযোগে আন্দোলনের নির্দেশ দিয়েছেন তিনি।” শুধু তাই নয়, সোনিয়া মান্নানকে এটাও বলেন যে, রাজ্যে বাম-কংগ্রেস জোট অটুট থাকলে আজ বিজেপির এই উত্থান হত না। এ প্রসঙ্গে মান্নান বলছেন, “বৈঠকে সোনিয়াজি আমাকে জানিয়েছেন, ২০১৬ বিধানসভার মতোই যদি বাম-কংগ্রেস জোট অটুট থাকত তাহলে বাংলাার রাজনৈতিক পরিস্থিতি অন্যরকম হত। বিজেপি আজ বাংলায় এত জমি তৈরি করতে পারত না।”

Advertisement

[আরও পড়ুন: পুজোয় সিপিএমের বুক স্টলে দারুণ সাড়া, রেকর্ড অঙ্কের বই বিক্রি]

উল্লেখ্য, ২০১৬ বিধানসভায় জোটের ব্যর্থতার পর এবারের লোকসভায় পৃথকভাবে লড়াই করার সিদ্ধান্ত নেয় বাম ও কংগ্রেস। আসনরফার সমস্যা হওয়ায় জোট সম্ভব হয়নি। কংগ্রেস তথা বামেরা মনে করছে জোট ভেঙে যাওয়ার ফলেই বিজেপি রাজ্যে এতখানি জমি তৈরি করতে পেরেছে। ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও জোটের রাস্তায় হাঁটছেন বাম-কং নেতারা। তিন আসনের আসন্ন উপনির্বাচনে জোট করে লড়ছে দুই দল। ইতিমধ্যেই বাম শীর্ষ নেতাদের দেখা গিয়েছে বিধান ভবনে গিয়ে কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিতে। সোনিয়া চাইছেন, বাম-কংগ্রেসের এই সখ্য আরও এগিয়ে নিয়ে যেতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement